বাহুবলে গরু চুরি : কৃষকদের রাত জেগে গোয়াল ঘর পাহাড়া

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ৩০ ২০১৯, ১৮:২০

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার বাহুবলে বাড়ছে গরু চুরি। এলাকায় বেড়েছে চুরির আতঙ্ক। কৃষকরা রাত জেগে পাহাড়া দিচ্ছে গোয়ালঘর ৷

গ্রামের সাধারণ কৃষকেরা বলছেন- পুলিশ প্রশাসনের এত নিকটে থাকা সত্বেও ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে
কিভাবে গরু চুরি করে চোর-চক্র পালিয়ে যায়? এটা খুবই দুঃখজনক।

জানা যায়, গতকাল শুক্রবার গভীর রাতে বাহুবল উপজেলার মুগকান্দী গ্রামের আব্দুল হাই মিয়ার ৩টি গরু চুরি করে নিয়ে যায় চোরচক্র ৷ এ বিষয়ে বাহুবল মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিনি।

আব্দুল হাই মিয়া বলেন- রাতের খাবার খেয়ে তিনি পরিবারের লোকজন সহ ঘুমিয়ে পরেন। এ সুযোগে ঘরের জানালার গ্রিল কেটে তারা ঘরে প্রবেশ করে।

তিনি বলেন, আমার লাল রঙের একটি ষাঁড় গরু যার মূল্য হবে প্রায় ৬০ হাজার টাকা ও বাচ্চাসহ একটি গাভী যার মূল্য হবে প্রায় ৫০ হাজার টাকা।

এলাকার লোকজন বলেন- ইদানিং বাহুবল উপজেলার বিভিন্ন গ্রামে গরু চুরির ঘটনা বেড়েছে ৷ এখন পর্যন্ত চুরি হওয়া কোন গরু উদ্ধার হয়নি ৷ তাই আমরা সাধারণ কৃষকেরা রাত জেগে গোয়ালঘর পাহাড়া দিচ্ছি এবং আতঙ্কিত অবস্থায় রাত-দিন কাটাচ্ছি।