বাসন্তী চাকমা এমপির পদত্যাগের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ০৩ ২০১৯, ১১:৪৬

ইমাম হোসাইন কুতুবী: পার্বত্য চট্টগ্রাম নিয়ে জাতীয় সংসদে খাগড়াছড়ি ৩৩৩নং সংরক্ষিত আসনের এমপি বাসন্তী চাকমা (২৬ ফেব্রুয়ারি) মঙ্গলবার সংসদে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে এবং সেনাবাহিনীর বিরুদ্ধে ন্যাক্কারজনক মিথ্যা ও বানোয়াট বক্তব্যে দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সচেতন পার্বত্যবাসী।

রবিবার (৩ মার্চ) সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সচেতন পার্বত্যবাসী ব্যানারে মো: জাহাঙ্গীর আলম মুন্না এর সভাপতিত্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা জাতীয় সংসদে দেশ প্রেমিক সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট বক্তব্য, উগ্র-সাম্প্রদায়িক ও রাষ্ট্র বিরোধী বক্তব্য দেওয়ার প্রতিবাদে” মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে, রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলন সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর কামাল, জুরাছড়ি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রূপ কুমার চাকমা, রাঙামাটি মেডিকেল কলেজ ও রাবিপ্রবি বাস্তবায়ন কমিটির যুগ্ম আহবায়ক কাজী মো: জালোয়া, বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি রাসেল মার্মা, পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলন পৌর কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা মোর্শেদা বেগম, রাঙামাটি পার্বত্য নাগরিক কমিটি সভাপতি জামাল উদ্দিন, রাঙামাটি পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ সভাপতি জাহাঙ্গীর আলম, রাঙামাটি পার্বত্য অধিকার ফোরাম সমন্বয়ক মো: হাবিবুর রহমানসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মানববন্দনে বক্তরা সংসদ সদস্য বাসন্তী চাকমার বক্তব্য প্রত্যহার, ক্ষমা চাওয়া সহ পদত্যাগ করার দাবী জানান।
মানববন্দন শেষে একই দাবীতে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি পেশ করেন।