বাংলাদেশে গণধর্ষণের প্রতিবাদে লন্ডনে ‘ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটস’ এর মানবন্ধন

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ০২ ২০১৯, ২৩:৪৪

একুশে জার্নাল লন্ডন প্রতিনিধি: বাংলাদেশে নির্বাচন পরবর্তী সংঘর্ষ, বিরোধী দলীয় নেতাকর্মীদের ভয়ভীতি প্রদর্শন, গ্রেফতার, বিশেষ করে নোয়াখালীতে চার সন্তানের মাকে ধানের শীষে ভোট প্রদান করায় তাকে গণধর্ষণ করায় এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংগঠন ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটস ইউকে।
২জানুয়ারী (বুধবার) পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে সংগঠনটি।

বাংলাদেশে ভোটের পরের দিন ৩১ ডিসেম্বর সোমবার ভোরে নোয়াখালীর সুবর্ণচরে চার সন্তানের এক মাকে আওয়ামী লীগের কয়েকজন গণধর্ষণ করে। গুরুতর আহত অবস্থায় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৪২ বছরের চিকিৎসাধীন ওই নারীর অভিযোগ, নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ায় তাকে ধর্ষণ করা হয়েছে।

প্রতিবাদ সভা থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলিকে অবহিত করাসহ কমিউনিটির সকল মানুষকে সোচ্চার হওয়ার আহবান জানানো হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাকের আহমেদ চৌধরী। এতে বক্তব্য রাখেন কমিউনিটি ব্যক্তিত্ব ড. শামসুদ্দিন আহমদ খান, টাওয়ার হামলেটর সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমেদ, কমিউনিটি নেতা আতাঊল্লাহ ফারুক, সাবেক কাউন্সিলার শাহ আলাম, ভয়েছ ফর বাংলাদেশের সোহাগ আহমদ, সংগঠনের উপদেষ্টা সাইদুল ইসলাম, এস এর পারভেজ, শাহ চেরাগ আলী। সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ন আহবায়ক মাহিদুর রহমান, শাহান বিন নিজাম, সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আলাউদ্দিন, জহির ইসলাম, মো :শোয়াইবুর রাহমান, রেজাউল ইসলাম, শরিফূজামান, এমদাদুল রহমান, মিফতা উদ্দিন, শাহিন আহমদ রনি, আবদুল মুমিন, জামিল আহমদ , মোঃ আলী শাহ্জাদা, মো: আবু নাসের প্রমূখ।