বশেমুরবিপ্রবিতে কম্পিউটার চুরির ঘটনাকে কেন্দ্র করে  শিক্ষক সমিতির বিবৃতি

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ৩০ ২০২০, ২২:১৫

সানজিদা বিনতে শাফিন, বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে, গত ঈদ উল আযহার ছুটিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ৪৯ টি কম্পিউটার চুরির ঘটনায় সাড়া দেশজুড়ে বেশ আলোড়ন ছড়িয়ে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কম্পিউটার চুরির ঘটনায় সর্বশেষ শিক্ষক সমিতির পক্ষ থেকে বিবৃতি দেয়া হয়।

আমরা ইতিপূর্বে দেখেছি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তারা বিভিন্ন সময়ে শিক্ষক সমিতির পক্ষ থেকে বিবৃতি দিয়েছেন। শিক্ষক সমিতির সভাপতি ড. হাসিবুর রহমান (বঙ্গবন্ধু ইনস্টিটিউট অফ লিবারেশন ওয়ার এন্ড বাংলাদেশ স্টাডিজ বিভাগ) এবং সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ) বিবৃতিতে উল্লেখ করেন যে বিশ্ববিদ্যালয়ের উদ্ভব ও অগ্রগতি মানব সভ্যতার ইতিহাসে একটি উল্লেখযোগ্য অগ্রগতি। সমাজ ব্যবস্থা যদি কখনো ভুল পথে পরিচালিত হয়, যুক্তির পরিবর্তে যুক্তিহীনতার আবির্ভাব ঘটে, বিশ্ববিদ্যালয় সেখানে যুক্তির অগ্রগতির সূচনা ঘটায়।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী থেকে ৪৯ টি কম্পিউটার চুরি হওয়ার ঘটনায় ও উক্ত ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো গভীর উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করে আসছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করে এবং আইন-শৃঙ্খলা বাহিনী অত্যন্ত তড়িৎ গতিতে সাতজনকে আটক করেছে। তদন্ত কমিটি থেকে একজনকে অব্যাহতি, পদত্যাগ, রদবদল, একজন অব্যাহতিপ্রাপ্ত সদস্যের সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া বক্তব্য, শিক্ষার্থীদের প্রতিক্রিয়া, প্রতিবাদ লিপি, রেজিস্ট্রার অফিসে দাখিল নথিপত্র সবই শিক্ষক সমিতির নজরে এসেছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রাণ শিক্ষার্থীদের মানববন্ধন, প্রতিবাদ লিপি, যেকোনো ধরনের গঠনমূলক বক্তব্য কে শিক্ষক সমিতি সাধুবাদ জানিয়েছেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে শিক্ষক সমিতি অনুরোধ করেছেন যেকোনো ধরনের ব্যক্তির আক্রমনাত্মক বক্তব্য, বিভ্রান্তিকর তথ্য থেকে দূরে থাকতে বলেছেন। যাতে করে সুষ্ঠু তদন্ত ব্যাহত না হয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ব্যক্তি যতই প্রভাবশালী হোক না কেন তাকে আইনের মাধ্যমে বিচারের কাঠ গড়ায় আনার ব্যক্ত করেছেন। শিক্ষক সমিতি আরও উল্লেখ করেছেন তদন্ত কমিটিকে কেন্দ্র করে অনেক শিক্ষক মহোদয় কে ভয়-ভীতি প্রদর্শন করা হয়েছে। কিছু প্রভাবশালী মহল এর পেছনে দায়ী। এই ভয়-ভীতি কে তারা তীব্রভাবে নিন্দা জানিয়েছেন। শিক্ষক সমিতি এই ভয়-ভীতি কে তোয়াক্কা না করে বরং প্রকৃত ঘটনা যাতে সামনে আসে সে ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করেছেন। বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতি সর্বদা সকল শিক্ষকদের অধিকার আদায় ও মর্যাদা রক্ষার্থে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

শিক্ষকগণ বলছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সামগ্রিক পরিস্থিতির উন্নতি এবং এই অচলায়তন ভাঙতে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ পেশাগত দায়িত্ব পালনের জন্য উদাত্ত আহ্বান করেছেন।