বর্ণবাদের অভিযোগে ভার্সিটি থেকে গান্ধীর ভাষ্কর্য অপসারণ

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ১৪ ২০১৮, ০৯:৩৫

একুশে জার্নাল ডেস্ক: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গভীর রাতে ভারতের জাতীয় নেতা মহাত্মা গান্ধীর ভাষ্কর্যকে অপসারণ করতে বাধ্য হয়েছে ঘানার প্রধান ইউনিভার্সিটি,ইউনিভার্সিটি অব ঘানা কর্তৃপক্ষ।
দু’বছর আগে গান্ধীর এই ভাষ্কর্যটি স্থাপন করা হয়েছিলো ইউনিভার্সিটি অব ঘানা’র প্রধান প্রবেশপথে।

ভাষ্কর্য স্থাপনের পর থেকেই সেদেশের বর্ণবাদ বিরোধী শিক্ষার্থীরা গান্ধীর বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলে সেটি অপসারণ করার দাবী জানিয়ে আসছিলো।
সম্প্রতি তাদের সেই দাবীর মুখেই গান্ধীর ভাষ্কর্যটি সরানো হয়েছে। ঘানার সরকার চেয়েছিলো ভারতের জাতীয় এই নেতার ভাষ্কর্য স্থাপনের মাধ্যমে ইন্ডিয়ার সাথে আরো ভালো সম্পর্ক গড়ে উঠবে৷

ইউনিভার্সিটি অব ঘানার শিক্ষার্থীরা জানান, ঘানায় আমাদের নিজস্ব অনেক জাতীয় হিরো আছেন, তাদেরকেই আমাদের বেশি মূল্যায়ন করা উচিৎ।
তাছাড়া ভীনদেশী একজন নেতা, যেখানে আমাদের মতো আফ্রিকান কালোদের কখনোই সম্মান দেওয়া হয় না,তাদেরকে কেনো আমরা এভাবে সম্মান দেবো?

আরেকজন শিক্ষার্থী জানান, আমরা আমাদের নিজস্ব হিরোদের সম্মান না জানালে বিশ্ব আমাদের সম্মান জানাবে করে?
তাছাড়া গান্ধী ও তার দেশ ভারত সবসময়ই বর্ণবাদীদের পক্ষ অবলম্বন করে আসছে।