বঙ্গবাজারে আগুন, সিটি করপোরেশনের কিছু করার নেই: তাপস

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ০৫ ২০২৩, ১২:৩০

আদালতের স্থগিতাদেশের জন্য বঙ্গবাজার ভেঙে কিছু করা যায়নি। তাই এখানে কিছু করার নেই বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

মঙ্গলবার (৪ এপ্রিল) বঙ্গবাজারে লাগা আগুন প্রসঙ্গে সাংবাদিকদের মেয়র এ কথা বলেন।

বঙ্গবাজার নিয়ে উচ্চ আদালতে মামলা থাকায় এখানে নিষেধাজ্ঞা থাকলেও ব্যবস্থা নেওয়া যায়নি জানান ডিএসসিসি মেয়র।

ফায়ার সার্ভিস বলছেন, ২০১৯ সালে এই বঙ্গবাজারকে খুবই ঝুঁকিপূর্ণ চিহ্নিত করলেও কর্তৃপক্ষ তা আমলে নেয়নি।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটের দিকে বঙ্গবাজারের দোতলা থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঢাকার বঙ্গবাজারে আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের তিন সদস্যসহ ৮ জন আহত ও অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন।

ভোর ৬টায় আগুনের ঘটনা ঘটলে তা নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, বিমানবাহিনী ও নৌবাহিনী একযোগে কাজ করে।

এর আগেও ২০১৮ সালের ২৪ জুলাই আগুন লেগে বঙ্গবাজার কমপ্লেক্সের (গুলিস্তান ইউনিট) কয়েকটি দোকান পুড়ে যায়। তারও আগে ১৯৯৫ সালে ভয়াবহ আগুনে বঙ্গবাজার পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।