ফেনীতে ৬ শতাধিক মসজিদে ফ্রি খতম তারাবির নামাজ পড়াচ্ছেন ১৩ শত হাফেজ

একুশে জার্নাল

একুশে জার্নাল

মে ১২ ২০১৯, ১৫:৫০

রিপন খান: রমজান মাস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও ফেনীর ও আশপাশের ৬ শতাধিক মসজিদে কোনো রকম বেতন-ভাতা ছাড়া ফ্রি খতম তারাবির নামাজ পড়াচ্ছেন ফেনীর জামেয়া রশীদিয়া মাদ্রাসার ১৩শত হাফেজ ছাত্র । শনিবার দুপুরে সরেজমিন পরিদর্শনে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে আলাপে এ তথ্য জানা গেছে।

অত্র মাদ্রাসার শিক্ষক আবদুল হাই জানান, লস্করহাট জামেয়া রশিদীয়া মাদ্রাসা ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ৭ একর এলাকায় অবস্থিত এ মাদ্রাসাটির মোট ছাত্র ৪,৮১৫ জন। ১১৫ জন শিক্ষক, স্টাফ সংখ্যা ১৬ জন, বাবুর্চি ২১ জন, আবাসিক ছাত্র সংখ্যা ৩,৯০০ জন।
প্রতিষ্ঠাতা মুফত্তি শহীদুল্লাহ দা.বা. নিদের্শে হাফেজ ছাত্ররা তাদের প্রশিক্ষণের অংশ হিসেবে খতম তারাবির নামাজ পড়ান। ফেনী, কুমিল্লা, নোয়াখালীও চাঁদপুরে অবস্থিত প্রায় ৬ শতাধিক মসজিদে প্রতি মসজিদে ২ জন করে প্রায় ১৩ শত জন হাফেজ নামাজ পড়ান নির্ভুলভাবে।

মাদ্রাসার শিক্ষক আবদুল হাই আরো জানান, কেউ অর্থের বিনিময় খতম তারাবির নামাজ পড়ালে তারঁ বিরুদ্ধে মাদ্রাসা কোড অনুযায়ী শাস্তির ব্যবস্থা নেয়া হয়। নামাজে উৎসাহ দেয়ার জন্য এ ফ্রি সার্ভিস দেয়া হয়। এছাড়াও আল্লাহর কোরআন পাঠ শুনিয়ে টাকার নেওয়ার বিধান নেই।