ফিলিস্তিনি শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে অস্ট্রেলিয়া উত্তাল

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ২০ ২০১৯, ১৫:৪৪

মেলবোর্নে ফিলিস্তিনি এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে অস্ট্রেলিয়ার বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে। রোববার এ হত্যার প্রতিবাদে হাজার হাজার মানুষ অস্ট্রেলিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে মিছিল করেন। খবর আল জাজিরা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের উইমেন মার্চ র‍্যালির অংশ হিসেবে সিডনী শহরে রোববার প্রায় ৩ হাজার মানুষ জড়ো হয় যারা নারীদের জন্য নিরাপদ সড়কের দাবি জানান। এ আন্দোলনে অংশ গ্রহণ করা অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরার বাসিন্দা নলান স্মিথ জানান, আমি চাই না আমার কন্যা এমন একটি বিশ্বে বেড়ে উঠুক যেখানে সে অনিরাপদ।
প্রসঙ্গত, আইয়া মাসারউই নামের ২১ বছর বয়সী ফিলিস্তিনি এক শিক্ষার্থীকে মেলবোর্নের একটি রাস্তায় ধর্ষণ এবং হত্যা করা হয়। ইসরায়েলি নাগরিকত্ব থাকা ফিলিস্তিনি ওই শিক্ষার্থীকে হত্যার দায়ে ২০ বছর বয়সী এক ব্যাক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। মাসারউই মেলবোর্নের লা ত্রবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।