ফটিকছড়িতে সাংবাদিক জাহেদ কুরাইশীর তালা প্রতীকের ব্যাপক প্রচারণা

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১০ ২০১৯, ১১:১৯

আসন্ন ১৮মার্চ ফটিকছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ফটিকছড়ি প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি সাংবাদিক সৈয়দ জাহেদুল্লাহ কুরাইশীর তালা প্রতীকের সমর্থনে দক্ষিন ফটিকছড়িতে ব্যাপক প্রচারণায় সচেতন জনগনের অকুন্ঠ সমর্থন ও আগ্রহ দেখা মিলেছে।

আজ সকাল থেকে বেলাব্যাপী সংযোগে সাংবাদিক জাহেদুল্লাহ কুরাইশী জনতার উদ্দেশ্যে বলেন, ফটিকছড়িতে বারবার জনপ্রতিনিধির পরিবর্তন হলেও অবহেলিত এই এলাকার কাঙ্খিত উন্নয়ন ও অবকাটামোগত পরিবর্তন হয়নি।

কাঙ্খিত উন্নয়নের জন্য প্রয়োজন দলীয় সংকীর্ণতার উর্ধে জনবান্ধব একজন সত্যিকারের জনপ্রনিধির।
তাই ফটিকছড়ির সুশীল শ্রেণী, সাংবাদিক ও বুদ্ধিজীবিদের পরামর্শ ও সমর্থন নিয়ে আমি উপজেলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছি।

এসময় তিনি ১৮মার্চ তার প্রতীক তালা মার্কায় জনগনের দোয়া ও রায় চেয়ে দক্ষিন ফটিকছড়ির নানুপুর, আমতলী, খিরাম, ধর্মপুর, কিপাইতনগর,শান্তিরহাট বখতপুর এলাকাসমূহে ব্যাপক গণসংযোগ করেন।

এসময় উপস্থিত ছিলেন ফটিকছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাউন্সিলর মোহাম্মদ রফিকুল আলম, পাঠাগার সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দীন, নির্বাহি সদস্য কামাল উদ্দীন চৌধুরী, অনলাইন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম ওমর ফারুক আজাদ, যুবনেতা শাহরিয়া চৌধুরী, মিরাজ, সুমন, আব্দুর রহমান, সাকিব, সেলিম, মামুন, তাসিব, তৌহিদ, হাসান প্রমুখ।

এদিকে এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হলেও ব্যাপক আলোচনা ও সম্ভাবনার শীর্ষে সাংবাদিক জাহেদুল্লাহ কুরাইশীর নাম দল নিরপেক্ষ ও পরিবর্তন প্রত্যাশী জনতার মুখে মুখে উচ্চারিত হচ্ছে।

সাংবাদিক ও সুশীল সমাজের পর্যবেক্ষণে নানা কারণে ভাইস চেয়ারম্যান হিসেবে জাহেদুল্লাহ কুরাইশীর জয়ের সম্ভাবনার কথা আলোচনায় আসতে দেখা দিয়েছে। পর্যবেক্ষকদের মতে দক্ষিন ফটিকছড়ি সাতটি ইউনিয়ন পরিষদসহ একটি পৌর এলাকায় এক প্রার্থী কুরাইশী। অন্য দিকে উত্তর ফটিকছড়িতে রয়েছে চারজন প্রার্থী।

এছাড়া সনাতন ধর্মাবলম্বীদের মধ্য থেকে দুইজন প্রার্থী হওয়ায় পুজা উদযাপন কমিটি কিংবা হিন্দু-বৌদ্ধ-খৃস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে এককভাবে কোন প্রার্থীকে সমর্থন দেয়নি যার কারণে হিন্দু সম্প্রদায়ের প্রায় সত্তর হাজার ভোট দুই প্রার্থীর বাক্সে বন্টন হয়ে যাওয়ার সম্ভাবনাকেও কুরাইশীর জয়ের জন্য প্লাস পয়েন্ট মনে করেন সাংবাদিক ও সুশীল সমাজ ।

নির্বাচনে জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী এমন প্রশ্নের উত্তরে কুরাইশী বলেন, আলহামদুলিল্লাহ যেদিকে যাচ্ছি জনগনের অকুন্ঠ সমর্থন ও দোয়া পাচ্ছি। সাংবাদিক, শিক্ষক, সমাজসেবক ও ছাত্রসমাজসহ সর্বস্তরের জনসাধারণ আমার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতাকে সাধুবাদ জানিয়ে সর্বাত্মক সমর্থন ও রায়ের আশ্বাস দিয়ে যাচ্ছেন।