ফটিকছড়িতে নতুন করে ২ জন করোনা রোগী শনাক্ত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ২৭ ২০২০, ১৪:১৮

সীরাত মঞ্জুর, ফটিকছড়ি প্রতিনিধি:

ফটিকছড়ি উপজেলায় নতুন করে দু’জনের শরীরে কোভিট-১৯ রোগ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন মহিলা এবং অন্যজন পুরুষ। তারা হলেন, দাঁতমারা ইউনিয়নের হেয়াকো ২নং ওয়ার্ডের বাসিন্দা নাজিম উদ্দিন(৩৬), ও ভূজপুর ইউনিয়নের মিরেরখিল ৮নং ওয়ার্ডের বাসিন্দা ইয়াসমিন (৩৫)।

বুধবার (২৭ মে) রাত ১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি।

তিনি বলেন, গত ২৪ঘন্টায় চট্টগ্রামে ৫০৭ জনের নমুনা পরীক্ষা করা হয় তন্মধ্যে ৯৮জনের শরীর কোভিট-১৯ করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এবং তার মধ্যে ফটিকছড়ি উপজেলার ২জন।

এ ব্যাপারে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সায়েদুল আরেফিন বলেন, ফটিকছড়িতে নতুন করে আরো ২জন করোনা রোগী শনাক্ত হলেন, এর আগে যে দু’জন রোগী ছিল তারা সুস্থ হয়েছেন। এবং নতুন করে শনাক্ত হওয়া রোগী দু’জন আগের শনাক্ত হওয়া রোগীর পাশের ঘরের বাসিন্দা।

উল্লেখ্য, এর আগে ফটিকছড়িতে ৫জন করোনায় আক্রান্ত হয়। তাদের মধ্যে একজন মহিলা মারা যান এবং অন্যরা সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখন নতুন করে আরও ২জন রোগী শনাক্ত হয়। এ নিয়ে ফটিকছড়িতে করোনা রোগীর সংখ্যা ৭জন।