প্রিয়.কমসহ ব্লক হওয়া ৫৮ ওয়েবসাইট খুলে দেওয়ার নির্দেশ

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ১১ ২০১৮, ০৩:৩৫

ব্লক হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর প্রিয়.কমসহ অন্যান্য নিউজ পোর্টালগুলো খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

১০ নভেম্বর, সোমবার বিকেল ৫টায় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়, আগে (৯ ডিসেম্বর) যেসব ডোমেইন (সাইটের ইউআরএল) ব্লক করার নির্দেশনা দেওয়া হয়েছিল সেসব সাইট খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

ওয়েবসাইটগুলো খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর একাধিক কর্মকর্তা।

একইসঙ্গে বিটিআরসির একজন দায়িত্বশীল কর্মকর্তা নিউজ পোর্টালগুলো খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে কেন এবং কী কারণে ওয়েবসাইটগুলো ব্লক করা হয়েছিল তা জানা যায়নি।

এর আগে গতকাল (৯ ডিসেম্বর) ৫৮টি নিউজ পোর্টাল ব্লক করার জন্য ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছিল বিটিআরসি।

ব্লক হওয়া সাইটগুলোর মধ্যে সুপরিচিত নিউজ পোর্টাল প্রিয়.কম, পরিবর্তন.কম, ঢাকা টাইমস২৪, রাইজিংবিডি ডটকম ও জাস্টনিউজ ডটকম ছিল।