প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের পরদিন আবারো পুনর্নির্বাচন দাবী করলেন নূর

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১৭ ২০১৯, ১২:২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার একদিন পরই ডাকসু নির্বাচন সুষ্ঠু হয়নি দাবি করে আবারও পুনর্নির্বাচন চেয়েছেন ডাকসুর নব নির্বাচিত ভিপি নুরুল হক নূর। রবিবার বিকেলে,ঢাকায় কোটা সংস্কার আন্দলনকারীদের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন কথা জানান তিনি।

এদিকে, ডাকসু নির্বাচন বাতিল, পুনঃতফসিল ও উপাচার্যের পদত্যাগের দাবিতে, আগামীকাল সোমবার ক্লাস-পরীক্ষা বর্জন করে ভিসি কার্যালয়ের সামনে অবস্থান নেবে নির্বাচন বর্জনকারী বাম ও স্বতন্ত্র পাঁচটি জোট।

তবে, আগামীকাল প্রভোস্ট কমিটির বৈঠকে, ডাকসু’র নবনির্বাচিত কমিটির অভিষেক নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান। 

এর আগে, গত ১৩ই মার্চ তিনদিনের মধ্যে ডাকসু ও হল সংসদ পুনঃনির্বাচনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠকে বসে বাম ও স্বতন্ত্র পাঁচটি জোট। সে সময়, তাদের দাবি মেনে নেয়ার জন্য তিনদিনের আল্টিমেটামও দেয়া হয়।

তবে ওই দিন উপাচার্য জানান, ডাকসু ও হল সংসদ পুনঃনির্বাচনের দাবি মানার কোনো সুযোগ নেই। আখতারুজ্জামান বলেন, ‘ডাকসু নির্বাচন সফল করতে বিশ্ববিদ্যালয়ের সাড়ে ৪শ’ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীর শ্রম ও মেধা খরচ হয়েছে। তাদের শ্রমকে অসম্মান করার এখতিয়ার আমার নেই।’

এই বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ কেউ নষ্ট করতে চাইলে এবং বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা মেনে নেবে না বলেও জানান ভিসি।

প্রসঙ্গত, দীর্ঘ ২৮ বছর ১০ মাস পর ১১ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ- ডাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল ছাত্র সংসদ নির্বাচনের ৯ টিতেই পুর্ণ প্যানেলে জয় পায় ছাত্রলীগ, আর ৩টি হলে জয় পায় স্বতন্ত্র জোট। মেয়েদের তিনটি হলে ভিপি, জিএসসহ বেশীরভাগ পদে জয় পায় স্বতন্ত্র জোট। অন্য ছয়টি হলে ছাত্রলীগ ও স্বতন্ত্র জোট পদ ভাগাভাগি করে। স্বতন্ত্র জোট ভিপি পদে ছয়টি হলে এবং জিএস পদে তিনটি হলে জয়ী হয়।

তবে,এই ফলাফল না মেনে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের অভিযোগ-পাল্টা অভিযোগ চলতেই থাকে। নির্বাচন বাতিল করে পুনঃনির্বাচনের দাবিতে অনশন পর্যন্ত যায় বিরোধী প্রার্থীরা।