প্রতিটি বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ২৬ ২০২০, ১৩:৫৫

নাজমুল হোসাইন আকাশ,জেলা প্রতিনিধি ঢাকা;

করোনার সুযোগে পবিত্র রমজানের শুরুতে বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যের দামের অবস্থা এতই অস্বাভাবিক সাধারণ খেটে খাওয়া মানুষেরা কোন জিনিসে হাত দিতেও পারছেনা…

৩০০ টাকার জিরা ৫০০ টাকা!

৬০ টাকার আদা ৩৫০ টাকা!

৮০ টাকার রসুন ২৮০ টাকা!

৫০ টাকার মুড়ি ৮০ টাকা!

১৮০ টাকার গুড়া মরিচ ৩৫০ টাকা!

১৫০টাকার হলুদ ২৬০ টাকা!

১২০ টাকার শুকনা মরিচ ৩২০ টাকা!

৭৫ টাকার কোয়ালিটি তৈল ১০৫ টাকা!

৩০ টাকার চাউল ৫০ টাকা!

৩৫ টাকার পেয়াজ ৭০ টাকা!

এলাচি প্রতি কেজি ৫০০০ টাকা

৫ টাকার লেবু ১৫ টাকা! ৷৷৷৷৷

৬০ ডাল প্রতি কেজি ১২০টাকা ৷

এছাড়াও , ছোলাসহ নিত্য প্রয়োজনিয় সকল পণ্যের দাম অনেক বেশি।

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা যেখানে বলেছেন , নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পর্যাপ্ত মজুদ রয়েছে তাহলে দাম বাড়ে কেমনে ? কোন সিন্ডিকেট হচ্ছে না তো আবার ?ব্যবসায়ীরা বেশি দামে কিনছেন বিধায় বেশি দামে বিক্রি করছেন এর যুক্তিকথা কতটুকু?এব্যাপারে জেলা ও উপজেলার উচ্চ পর্যায়ে সচেতন মহলের এবং স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি।