পিয়াইন নদী খনন ও গোয়াইনঘাটকে পর্যটন উপজেলা ঘোষণার দাবী

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ২১ ২০২২, ১২:২৮

তানজিল হোসেন, গোয়াইনঘাটঃ সিলেটের গোয়াইনঘাট উন্নয়ন ফোরাম আয়োজিত “গোয়াইনঘাট উপজেলা উন্নয়ন ভাবনা” শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিলে বক্তারা অবিলম্বে পিয়াইন নদী খনন এবং গোয়াইনঘাট কে পর্যটন উপজেলা ঘোষণার দাবী জানিয়েছেন। গতকাল ২০ এপ্রিল সিলেট নগরীর ফোর স্টার আইটি এন্ড নেটওয়ার্ক মিলনায়তনে গোয়াইনঘাট উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সাংবাদিক আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তাগণ এই দাবী জানান।

সভায় বক্তারা আরো বলেন, গোয়াইনঘাট পৌরসভা ঘোষণা, সালুটিকর থানা প্রতিষ্ঠা, গ্যাস লাইন সংযোগ, ফায়ার সার্ভিস ষ্টেশন স্থাপন, কৃষি সম্প্রসারণ, উপজেলার জলমহাল গুলোর উন্নয়ন, সালুটিকর-গোয়াইনঘাট- সারিঘাট রোডের অবিলম্বে বর্ধিত ও মেরামত করণ, গাংকিনারী রাস্তার কাজ দ্রতকরণ, সালুটিকর বাজার বাইপাস রোড নির্মাণ অতীব গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সংশ্লিষ্ট সকল কে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ অাতি উল্যাহ।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কৃষি কর্মকর্তা সমাজসেবী অালহাজ্ব সাইদুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর আতি উল্যাহ বলেন, “একটা এলাকাকে এগিয়ে নিতে সৎ ও উচ্চাঙ্গের মানুষ প্রয়োজন। একটি সমস্যা সমাধানে এক ডজন সমাধান বের করতে হবে। মনে রাখতে হবে, উন্নয়ন ন্যাচারাল বিষয়। উন্নয়ন হবেই। তবে কত দ্রুত একটি জনপদ এগিয়ে যেতে পারল, সেটাই গুরুত্বপূর্ণ।”

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক কৃষি কর্মকর্তা বিশিষ্ট সমাজ সেবী অালহাজ্ব সাইদুর রহমান বলেন, মানব সেবা একটি ইবাদত। এই লক্ষ্যে অামাদের সকল কার্যক্রম চালিয়ে যেতে হবে।

সভায় গোয়াইনঘাট উপজেলা উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনায় অংশ নেন ভূমি সহকারী কর্মকর্তা এস এম বুরহান উদ্দিন, ইঞ্জিনিয়াে মাসুম অাহমেদ,
প্রভাষক লুৎফুর রহমান, মাষ্টার বুরহান উদ্দিন, সাংবাদিক নজরুল ইসলাম, ইসলামীক ফাউন্ডেশনের কর্মকর্তা ইসমাইল অালী, গোয়াইনঘাট উন্নয়ন ফোরামের সহ সভাপতি সাংবাদিক এম এ রহীম, সাংবাদিক অামির উদ্দিন, শিক্ষক অাহমেদ অাল মাসুদ, ব্যাংক কর্মকর্তা মামুনুর রশীদ, সাংবাদিক কাওছার রাহাত, সিলেট শহরস্থ গোয়াইনঘাট ছাত্র পরিষদের সভাপতি ইকবাল অাহমেদ, সাবেক সভাপতি রিয়াজ উদ্দীন বাবুল, ব্যবসায়ী অাব্দুল ওয়াহিদ, গিয়াস উদ্দিন, বহর অালোর দিশারি তরুণ সংঘের সভাপতি জয়নাল অাবেদীন, উন্নয়ন ফোরামের প্রচার ও মিডিয়া সম্পাদক সাংবাদিক অালিম উদ্দিন, ব্যবসায়ী হেলাল অাহমেদ, জসিম উদ্দিন, তৈয়বুর রহমান, সেলিম মিয়া, শাহাবুদ্দীন, মোত্তাক অাহমেদ, মামুন অাহমেদ প্রমুখ।

সভায় গোয়াইনঘাটের উন্নতি ও অগ্রগতিতে বিগত দিনে অসামান্য অবদান রেখেছেন অথচ তারা অাজ পৃথিবীতে বেঁচে নেই, এমন মরহুম
কৃতি সন্তানদের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা নাজমুল বিন সিরাজ। সভার শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ হেলাল উদ্দিন। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী নোমান অাহমেদ প্রমুখ।