পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন।

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ২৪ ২০১৯, ১৪:৩৪

পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদের কেন্দ্রীয় কমিটি ভেঙ্গে পার্বত্য নাগরিক পরিষদের সিনিয়র সহ সভাপতি ও তত্ত্বাবধায়ক উপদেষ্টা অধ্যক্ষ আবু তাহের কে আহবায়ক এবং আবদুল হামিদ রানাকে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠণ করা হয়েছে।

শুক্রবার (১৯ এপ্রিল) পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদের সর্বোচ্চ ফোরাম উপদেষ্টা পরিষদের যৌথ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পার্বত্য বাঙ্গালী ছাত্রপরিষদের প্রতিষ্ঠাতা ও পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জি. আলকাছ আল মামুন ভূইঁয়ার উপস্থিতিতে এবং পিবিসিপি তত্ত্বাবধায়ক প্রধান অধ্যক্ষ আবুতাহের এর সভাপতিত্বে এ সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়।

এসময় বৈঠকে আরও উপস্থিত ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের মহাসচিব এডভোকেট এয়াকুব আলী চৌধুরী, সিনিয়র যুগ্ম-মহাসচিব শেখ আহম্মদ রাজু, সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ (রানা), পার্বত্য নাগরিক পরিষদের বান্দরবান জেলা সভাপতি মো. আতিকুর রহমান, পিবিসিপির উপদেষ্টা ও সাবেক মেয়র মো. আলমগীর কবির, পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় নেতা ও উপদেষ্ঠা মো. মমিনুল ইসলাম, পিবিসিপির প্রতিষ্ঠাকালীন সহ-সভাপতি মো. জসিম উদ্দিন চৌধুরী, পিবিসিপির প্রতিষ্ঠাকালীন সদস্য মো. হাবিবুর রহমান, পার্বত্য নাগরিক পরিষদ বান্দরবান জেলা শাখার সহ-সভাপতি এইচ এম সম্রাট, সাবেক কেন্দ্রীয় সভাপতি ইব্রাহিম মনির, পিবিসিপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জি: শাহাদাৎ ফরাজি সাকিব, সাবেক যুগ্ম-সম্পাদক ছাদেক, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মো. লোকমান হোসেন, রাঙ্গামাটি জেলা সভাপতি জাহাঙ্গীর আলম, বান্দরবান জেলা শাখার আহবায়ক মো. মিজানুর রহমান, ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক এডভোকেট সারোয়ার প্রমুখ।

পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. খলিলুর রহমান কর্তৃক প্রেরিত এক ই-মেইল বার্তায় নিম্নলিখিত আহবায়ক কমিটি সংবাদ মাধ্যমে প্রেরণ করা হয়। আহবায়ক কমিটি: পরবর্তী ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠণ করবেন এ কমিটি।আহবায়ক অধ্যক্ষ আবু তাহের, সদস্য সচিব মো. আব্দুল হামিদ রানা, সদস্য যথাক্রমে মো. আলমগীর কবির, মো. ইসমাইল নবী শাওন, মো. আতিকুর রহমান, মো. সারোয়ার জাহান খান, মো. আবদুল মজিদ, মো. ইবরাহিম মনির, মো. সাহাদাৎ ফরাজি সাকিব, মো. আতাউর রহমান, মো. লোকমান হোসাইন, মো. জাহাঙ্গীর আলম, মো. আলি, মো. মিজানুর রহমান, মো. সারোয়ার