নোয়াখালীর ঘটনা ৭১-র নির্মমতাকেও হার মানায়, শরিয়া আইনে বিচার হলে সারাদেশে ধর্ষণ বন্ধ হবে

একুশে জার্নাল

একুশে জার্নাল

অক্টোবর ০৫ ২০২০, ১৪:২৯

মুফতি সুলতান মহিউদ্দিন: বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন এক বিবৃতিতে বলেছেন, নোয়াখালীর বেগমগঞ্জ থানার একলাসপুর ইউনিয়নের এক নারীকে উলঙ্গ করে গোপনাঙ্গ ও সমস্ত শরীরে নির্যাতন করে সন্ত্রাসী দেলোয়ার, বাদল ও কালাম বাহিনী ৭১এর নির্মমতাকেও হার মানিয়েছে। অতি দ্রুত সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে মা-বোনদের উজ্জত রক্ষায় দেশের জনগণ আবারো ৭১এর মত সংগ্রাম করতে বাধ্য হবে।

তিনি বলেন, সিলেট ও নোয়াখালীসহ সারাদেশে অব্যাহত ধর্ষণের বিচার না হওয়ায় দেশে নারী নির্যাতন, সন্ত্রাস, খুন, ধর্ষণ ব্যাপকভাবে বেড়ে চলেছে। দল-মতের উর্ধ্বে গিয়ে শরয়ী আইনে মাত্র ১টি বিচার কার্যকর করা হলে সারাদেশে ধর্ষণ বন্ধ হয়ে যাবে।

মুফতি সুলতান মহিউদ্দিন আরো বলেন, বাংলাদেশের প্রচলিত আইনে যতটুকু শাস্তি রয়েছে, তা প্রয়োগে নানাবিধ বিলম্ব আর বিভিন্ন রাজনৈতিক-অরাজনৈতিক চাপের কারণে ধর্ষণের উপযুক্ত শাস্তি হয় না। ইসলামী শরিয়তে ধর্ষণের সুনির্দিষ্ট শাস্তি রয়েছে, তা বাস্তবায়ন হলে সমাজ থেকে ধর্ষণ ও ব্যভিচারের মত অপরাধগুলো নির্মুল হয়ে যেতে বাধ্য।

তিনি অবিলম্বে ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে সরকারের প্রতি আহবান জানান।