নোবিপ্রবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম শুরু

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ০৪ ২০১৮, ০৪:৫৬

তরিকুল শাওন, নোবিপ্রবি প্রতিনিধি:

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক/ স্নাতক সম্মান শ্রেণির ‘এ’ ইউনিটের লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

৪ নভেম্বর (রোববার) বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. এম অহিদুজ্জামান উক্ত সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রমের উদ্ভোদন করেন। এসময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মো. মমিনুল হক, শিক্ষক সমিতির সহ-সভাপতি ড. গাজী মো. মহসিন, অফিসার্স এসোসিয়েশন সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, দপ্তর ও শাখাপ্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ দেশের যে কোন প্রান্তে বসে অনলাইনে ভর্তিকার্যক্রমের প্রতিমুহূর্তের আপডেট পাবে নিচের লিংক এঃ-

http://nstu-admission-2018.icenstu.edu.bd/a-unit-admission.php

উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষায় ছয় ইউনিটে মোট ১ হাজার ৩২০ আসনের বিপরীতে ৭০২৯৮ জন আবেদন করেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করেন ৫৫২৭০ জন। শতকরা পাসের হার ৮০.১৪।

সাক্ষাৎকার ও ভর্তি কার্যক্রমের সময়: ৪ নভেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত A ইউনিটের মেধা তালিকা ০১-৭০০ পর্যন্ত (আসন খালি থাকা সাপেক্ষে)।

৫ নভেম্বর সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত A ইউনিটের মেধা তালিকা ৭০১-১২০১ পর্যন্ত (আসন খালি থাকা সাপেক্ষে)এবং বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত B ইউনিটের মেধা তালিকা ০১-৪০০ পর্যন্ত (আসন খালি থাকা সাপেক্ষে)।

৬ নভেম্বর সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত B ইউনিটের মেধা তালিকা ৪০১-১২০১ পর্যন্ত (আসন খালি থাকা সাপেক্ষে)।

৭ নভেম্বর সকাল ৯টা থেকে সকাল ১১:৩০টা পর্যন্ত C ইউনিটের মেধা তালিকা ০১-৫০১ পর্যন্ত (আসন খালি থাকা সাপেক্ষে)। বেলা ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত D ইউনিটের মেধা তালিকা ০১-৫০১ (বিজ্ঞান); ০১-৩০১ (বাণিজ্য) এবং ০১-১০১ (মানবিক) পর্যন্ত (আসন খালি থাকা সাপেক্ষে)।

৮ নভেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত D ইউনিটের মেধা তালিকা ৫০১-১৫০১ (বিজ্ঞান) পর্যন্ত (আসন খালি থাকা সাপেক্ষে)।

১১ নভেম্বর সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত E ইউনিটের মেধা তালিকা ০১-৬০১ পর্যন্ত (আসন খালি থাকা সাপেক্ষে)। বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত F ইউনিটের মেধা তালিকা ০১-৩০১ পর্যন্ত (আসন খালি থাকা সাপেক্ষে)।

এছাড়াও ১২ ও ১৩ নভেম্বর মুক্তিযোদ্ধা, উপজাতি, হরিজন সম্প্রদায়, প্রতিবন্ধী এবং খেলোয়াড় (শুধুমাত্র বিকেএসপি থেকে উত্তীর্ণদের জন্য) কোটায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে।

তরিকুল শাওন
01746272924

ছবি শিরোনামঃ Nstu Admission
ফটোগ্রাফারঃ অনিক