নূরকে যেখানে পাবো সেখানেই প্রতিহত করবো ; মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ১৭ ২০১৯, ২৩:১৭

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে যেখানে পাবে সেখানেই প্রতিহত করবে মুক্তিযুদ্ধ মঞ্চ বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

ভারতে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত সংহতি সমাবেশে মুক্তিযুদ্ধ মঞ্চ এবং ডাকসু ভিপির সঙ্গে থাকা শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।

আমিনুল ইসলাম বুলবুল বলেন, নুর ডাকসুর ভিপি। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদের প্রতিনিধি। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলার এখতিয়ার নুরের নেই। আমরা সাধারণ ভোটার হিসাবে তাদের জিজ্ঞেস করতে গিয়েছিলাম। কিন্তু আমরা জিজ্ঞেস করতে গেলেই তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে সেখানে মারামারি বাধেঁ ।

তিনি আরও বলেন, নুর বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত। আমরা মুক্তিযুদ্ধ মঞ্চ নুরকে অবাঞ্ছিত ঘোষণা করেছি। তাকে যেখানে পাবো সেখানে প্রতিহত করবো।

উল্লেখ্য, ভারতের বিতর্কিত ও সাম্প্রদায়িক বিভেদের নাগরিকত্ব বিলের বিরুদ্ধে আন্দোলনরত ভারতীয়দের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশ করতে রাজু ভাস্কর্যে আসে সাধারণ শিক্ষার্থীরা। এ সময় মুক্তিযুদ্ধ মঞ্চ তাদের বাঁধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সেক্রেটারি আল মামুনের নেতৃত্বে নুরদের উপর হামলা চালায় তারা। এতে নুরুল হক নুরের বাম হাতের আঙ্গুল ভেঙ্গে যায়। এছাড়া ডাকসুর সমাজ সেবা সম্পাদক আখতার হোসেন এবং সিফাত নামে ঢাবির এক শিক্ষার্থী আহত হন।