নির্বাচন বর্জন করলেন হিরো আলম

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ৩০ ২০১৮, ০৯:৩৬

একাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে নন্দীগ্রাম উপজেলার চাকলমা ভোট কেন্দ্রে হামলার পর ভোট বর্জনের সিদ্ধান নেন বগুড়ার আলোচিত এ স্বতন্ত্র প্রার্থী।

সময়ের কণ্ঠস্বরকে বিষয়টি জানিয়েছেন খোদ হিরো আলমই। তিনি বলেন, কোনও কেন্দ্রে আমাকে ঢুকতে দেওয়া হয়নি। কোন কোন জায়গায় ধাওয়া করেছে আর একটি কেন্দ্রে আমার ওপর হামলা করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এসময় আমার সঙ্গে থাকা সাংবাদিকদের ওপরও হামলা করেছে তারা। সেই সঙ্গে তাদের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।

তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন কমিশন বলেছিল ভোটের মাঠে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সদস্যরা থাকবেন। কিন্তু মাঠে আমি একটা সেনাবাহিনী, র‍্যাব, এমনকি আনসার সদস্যকেও পাইনি।

হামলাকারীরা আওয়ামী লীগের নেতাকর্মী দাবী করে সিংহ প্রতীকের এই প্রার্থী বলেন, নৌকার সমর্থক ছাড়া কাউকে কেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছে না তারা।

“এভাবে নির্বাচন করা যায় না, তাই আমি ভোট বর্জনের সিদ্ধান্ত নিয়েছি, কিছুক্ষণের মধেই আমি প্রেস ক্লাবে সংবাদ সন্মেলন করে ভোট বর্জনের আনুষ্ঠানিক ঘোষণা দিব।”