নির্বাচনে বিএনপির অংশগ্রহণ দরকার: সিইসি

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ২১ ২০২২, ১৪:২২

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘সরকার মনে করে, একটা অংশগ্রহণমূলক নির্বাচন হতে হলে বিএনপির অংশগ্রহণ দরকার। বিএনপির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সরকারের মধ্যেও সচেতনতাবোধ রয়েছে।’

সিইসি বলেন, ‘নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হোক, সব দল অংশগ্রহণ করুক এবং অংশগ্রহণের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সংসদ গঠিত হোক। ওই সংসদের মাধ্যমে সরকার গঠিত হলে দেশের গণতন্ত্র এবং নির্বাচন ব্যবস্থা আরও সুসংগঠিত হবে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বরিশাল বিভাগের ঊর্ধ্বতন ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশে বলেন, ‘ইভিএম নিয়ে যে শুভঙ্করের ফাঁকির কথা বলা হয়েছে সে বিষয়ে শতভাগ সততা, নিষ্ঠার সঙ্গে পরীক্ষা করা হয়েছে। তাতে কোন সংকট ধরা পড়েনি।’ এ সময় তিনি ভারত গিয়ে ইভিএম সম্পর্কে অর্জিত বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘ইভিএমে কারচুপির কোনও সুযোগ নেই। তবে ভোট গ্রহণের সময় কিছুটা ধীরগতি হতে পারে। এ জন্য গতি বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।’

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘দ্বাদশ নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করতে আমরা অঙ্গীকারবদ্ধ। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্র এসে ভোট প্রয়োগ করতে পারে সেটা নির্বাচন কমিশন নিশ্চিত করতে চায়। নির্বাচন কমিশনের সঙ্গে যারা দায়িত্ব পালন করবেন তাদের সঙ্গে সমন্বয় সাধন করতে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দিয়েছি। সবার পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে, আগামী নির্বাচনে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করবেন। আগামী নির্বাচন নিরপেক্ষ এবং অবিতর্কিত হবে।’

বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন- নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব জাহাঙ্গীর আলম, নির্বাচন কমিশন সচিবালয়ের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর, আইডিইএ’র প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম।