নির্বাচনের নামে জনগনের সাথে তামাশা করা হয়েছে- বাহুবলে ইসলামী আন্দোলনের নির্বাচনী পর্যালোচনায় বক্তারা

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জানুয়ারি ০১ ২০১৯, ১৪:৪০

বাহুবল (হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জ-১(নবীগঞ্জ-বাহুবল)ইসলামী আন্দোলন বাংলাদেশ বাহুবল উপজেলা নির্বাচনী পরিচালনা কমিটির উদ্যোগে আজ মঙ্গলবার (১লা) জানুয়ারী দলীয় কার্যালয়ে আয়োজিত নির্বাচনী পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বাহুবল উপজেলা সভাপতি ডাঃ মোর্শেদ আলম মুশাহিদ এর সভাপতিত্বে ও ইশা ছাত্র আন্দোলন হবিগঞ্জ জেলা প্রচার সম্পাদক কাউছার আইয়ুবের পরিচালনায় পর্যালোচনা সভা অনুষ্টিত হয়।
উক্ত সভায় বক্তব্য রাখেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ হবিগঞ্জ জেলা সহ-সভাপতি মুফতী তাজুল ইসলাম, বাহুবল উপজেলা সেক্রেটারী ডা. আব্দুল ওয়াহাব খান,ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট মহানগর সাধারণ সম্পাদক ইসমাইল আহমদ,ইসলামী যুব আন্দোলন বাহুবল উপজেলা সভাপতি মাস্টার সেলিম আহমদ আখঞ্জি,মাওলানা শামছু উদ্দিন,ইশা ছাত্র আন্দোলন বাহুবল উপজেলা সভাপতি কে এম আহমদ
আলী,সাধারণ সম্পাদক এবিএম আমির উদ্দিন।

নেতৃবৃন্দ বলেন দলীয় সরকারের অধিনে ইতিহাসের নজিরবিহীন ভোট ডাকাতির নির্বাচন হয়েছে।তথাকথিত নির্বাচনের নামে জনগনের সাথে তামাশা করা হয়েছে,এতে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।এই ফলাফল দেশের মানুষ ঘৃণাভরে প্রত্যাখান করেছে।

এসময় উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন বাহুবল উপজেলা সহ-সভাপতি হাফেজ আব্দুল হামিদ আরেফিন,ইসলামী শ্রমিক আন্দোলন বাহুবল উপজেলা সাধারণ সম্পাদক উজ্জল আহমদ,
রায়হান আহমদ রিয়াদ,মাওলানা ইব্রাহিম খলিল, ফজলুর রহমান,জুবায়ের আহমদ,জাকির হুসাইন, প্রমুখ।