নিউজিল্যান্ড মসজিদে সন্ত্রাসবাদী হামলা: সেখানে পৌঁছেছে তুর্কী প্রতিনিধিদল

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১৭ ২০১৯, ১৪:১২

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে খ্রিস্টান সন্ত্রাসবাদী কর্তৃক নামাজরত মুসুল্লিদের উপর বর্বরোচিত হামলার ঘটনায় শহীদ ও আহতদের খোঁজ খবর নিতে নিউজিল্যান্ডে পৌঁছেছেন তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াদ উকতাই ও পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু সহ একটি প্রতিনিধিদল।

রবিবার (১৭ মার্চ) ওয়েলিংটনে তাদের স্বাগত জানান নিউজিল্যান্ডে নিযুক্ত তুরস্কের আহমেদ ইরগিন। তারা সোমবারে হামলার স্থান পরিদর্শন করবেন।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী এক সংবাদ সম্মেলনে তুর্কী প্রতিনিধিদলকে আসার কারণে কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, তুরস্ক একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হিসেবে ক্ষতিগ্রস্ত মুসলমানদের প্রতি সমবেদনা প্রকাশ করতে এসেছে।

সূত্র, আনাদোলু এজেন্সি