নিউজিল্যান্ডে মসজিদে বর্বরতম সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আল্লামা বাবুনগরী

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১৫ ২০১৯, ১৬:০৫

হাবীব আনওয়ার

নিউজিল্যান্ডের ক্রিস্টচার্চ শহরের হেজলে পার্ক ডিস্ট্রিকের ডিন অ্যাভিনিউতে অবস্থিত আল নূর মসজিদে জুমার নামাযের জন্য অপেক্ষমান মুসল্লিদের উপর বর্বরতম সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী ৷

আজ ১৫ ই মার্চ সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন,চরমপন্থী ইহুদি খ্রিষ্টানরা ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে অঘোষিত গণহত্যায় মেতে উঠেছে ৷ মুসলিম নিধনের মিশন নিয়ে তারা পরিকল্পিতভাবে মুসলমানদের উপর বর্বরতম সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে ৷ নিউজিল্যান্ডের মসজিদে মুসল্লিদের উপর সন্ত্রাসীদের এ হামলাও পূর্ব পরিকল্পিত ৷ আমি এ বর্বরতম সন্ত্রাসী হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ৷

আল্লামা বাবুনগরী আরো বলেন,পৃথিবীর সর্বোৎকৃষ্ট পবিত্রময় শান্তির স্থান হলো আল্লাহ তায়ালার ঘর মসজিদ ৷ শান্তির স্থান মসজিদকে সন্ত্রাসীরা রক্তাক্ত করেছে ৷ জিকিরত প্রায় অর্ধশত মুসল্লিকে শহীদ করেছে ৷ এ ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানানোর ভাষা আমার নেই ৷ মসজিদে জিকিররত মুসল্লিদের উপর এমন নৃশংস হামলা ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে ৷ শান্তির স্থান মসজিদে হামলাকারীরা-ই ইন্টারন্যাশনাল টেরোরিষ্ট, বিশ্ব সন্ত্রাসী ৷

ইসলাম শান্তির ধর্ম, মুসলমানরা শান্তিকামী ৷ মুসলমানরা অশান্তি চায় না ৷ কিন্তু পুরো বিশ্বে যে হারে মুসলমানদের উপর অমানবিক নির্যাতন অত্যাচার আর নিপীড়ন চলছে তাতে ধৈর্যের বাধ ভেঙ্গে যাচ্ছে ৷ বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হয়ে দূর্বার আন্দোলন গড়ে তুললে ইসলাম বিরুধীরা পালাবার সুযোগ পাবে না ৷ পৃথিবীর দেড়শ কোটি মুসলমানের থুথুর সাথে ইসলাম বিরুধীরা খড়কুটোর মত ভেসে যাবে ৷

অনতিবিলম্বে বর্বোরচিত এ হামলার মূল হোতা অস্ট্রেলিয়ান নাগরিক খ্রিষ্টান সন্ত্রাসী ব্রেনটন ট্যারেন্ট সহ সকল হামলাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান আল্লামা জুনায়েদ বাবুনগরী ৷

তিনি আরো বলেন,হাদীস শরীফে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন“সকল মুসলিম একটি দেহের মত, যদি দেহের এক অংশে ব্যাথা অনুভূত হয়, তাহলে দেহের অন্যান্য
অংশ তাতে আক্রান্ত হয়”৷ নিউজিল্যান্ডে মুসলমানদের উপর সন্ত্রাসী হামলায় আমাদেরও ব্যথিত হতে হবে ৷ স্ব-স্ব স্থান থেকে এর বিরুদ্ধে জোর প্রতিবাদ জানাতে হবে ৷

হামলায় শাহাদাত বরণকারীদের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে আহতদের সুচিকিৎসা নিশ্চিত সহ এ ঘটনার সুষ্ঠু বিচারের জন্য ও.আইসি, আরবলীগ সহ বিশ্ব মুসলিম নেতৃবৃন্দের অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান হেফাজতের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী ৷