নিউজিল্যান্ডে ঐতিহাসিক জুমার নামাজ

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ২২ ২০১৯, ০৬:১৬

একুশে জার্নাল ডেস্ক: নিউজিল্যান্ডে আদায় হলো একটি ঐতিহাসিক জুমা।
মসজিদের ভেতরে বাহির ছিলো কানায় কানায় ভরপুর। নিউজিল্যান্ড ছাড়াও অন্যান্য দেশ থেকেও অনেক মুসলমান শরীক হয়েছিলেন আজকের জুম’আতে।

ঠিক একই জায়গায়,একই সময়ে যেখানে এক খৃষ্টান জঙ্গির গুলিতে শহীদ হয়েছিলেন এক শিশুসহ ৫১ জন মুসল্লী।

ক্রাইস্টচার্চের সেই মসজিদে সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে দেশটির টিভি-রেডিওতে প্রচারিত হয়েছে জুমার নামাজের আযান। এসময় মসজিদের বাইরে গত শুক্রবারের হামলায় নিহতদের জন্য ২মিনিট নিরবতা পালন করতে উপস্থিত ছিলেন দেশটির স্বয়ং প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন।

নিউজিল্যান্ড প্রধানমন্ত্রী জাসিন্ডা ঘোষণা দিয়েছিলেন আজ জুমার নামাজের আযান প্রচারিত হবে রাষ্ট্রীয় টিভি ও রেডিওতে। তার আগে দেশটির পার্লামেন্টে কুরআন তিলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়েছিলো।