নিউক্যাসল বাংলাদেশ কমিউনিটি সেন্টারে গানের কনসার্ট, দুই পক্ষের উত্তেজনা

একুশে জার্নাল

একুশে জার্নাল

সেপ্টেম্বর ২৩ ২০২৩, ২৩:৫৫

একুশে জার্নাল ডেস্ক:
নিউক্যাসল বাংলাদেশ এসোসিয়েশন এবং কালচারাল সেন্টারে রয়েছে একটি রিবিল্ড জামে মসজিদ এবং আধুনিক সেন্টার। বাংলাদেশী সহ বিভিন্ন জাতির ধর্মপরায়ন মুসলমানরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে থাকেন। পাশাপাশি একই বাউন্ডারীতে রয়েছে কমিঊনিটি সেন্টার। সেখানে কমিঊনিটির বিভিন্ন কার্যক্রম বিয়ে শাদির অনুষ্ঠান,মিটিং সমাবেশ অনুষ্ঠিত হয়ে থাকে। ইদানিং কতিপয় লোক মসজিদ সংলগ্ন এই সেন্টারে শিল্পী তশিবার গানের কনসার্টের আয়োজন করেছে আগামীকাল রবিবার। কিন্তু ধর্মপ্রান মুসলমানরা অনলাইন অফলাইনে মসজিদের পাশে গানবাজনার প্রোগ্রাম না করে অন্য কোথাও আয়োজন করার আহবান জানানো হলেও এতে কোন কাজ হয়নি। বিভিন্ন বাহানা ও আইনের ফাঁক ফোঁকর দেখিয়ে আয়োজকরা লাইভ কনসার্ট করতে বদ্ধপরিকর। অপরদিকে ধর্মপ্রান মুসলমানরা সাধারন মুসল্লিদের সাথে নিয়ে এই প্রোগ্রামের বিরোধিতা করে আসছে। তারা আগামীকাল এই কনসার্ট যেন সফল না হয় সেজন্য অবস্থানের জন্য তৈরী হচ্ছেন। তাই আগামীকাল সকলকে অনুরোধ করেছেন ইসলামবিরোধী গান,বাজনার এই প্রোগ্রামে কেউ যেন অংশগ্রহন না করে। মসজিদের পবিত্রতা রক্ষা এবং গান,বাজনার আয়োজকরা মুখোমুখী অবস্থানে রয়েছে। এই নিয়ে চাপা উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে নিউক্যাসল বাংলাদেশী কমিউনিটিতে ।