নিউইয়র্কে মসজিদের নামে রাস্তা নামকরণ

একুশে জার্নাল

একুশে জার্নাল

ফেব্রুয়ারি ১৮ ২০১৯, ০৪:৩০

আহমদ আবু সুফিয়ান,নিউইয়র্ক থেকে:
নিউইয়র্ক জ্যামাইকার বড় মসজিদ ‘জ্যামাইকা মুসলিম সেন্টার’ এর নামে রাস্তার নামকরণ করার সিদ্বান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।
গত শুক্রবার (১৫ ফেব্রুয়ারী) জ্যামাইকা মুসলিম সেন্টারে জুমার নামাজের পূর্বে সেন্টারের সেক্রেটারি জেনারেল মনজুর চৌধুরী মুসল্লিদের এ কথা জানালেন। তিনি বললেন, ‘জ্যামাইকার ১৬৮ স্ট্রিট ‘জ্যামাইকা মুসলিম সেন্টার ওয়ে’ নামে নিউইয়র্ক সিটি কাউন্সিলে চূড়ান্ত অনুমোদন হবার পর সিটি মেয়র বিলটি সাইন করেছেন’।

নিউইয়র্কে শুক্রবার জুমার অন্যতম বড় জামাত জ্যামাইকাতেই হয়ে থাকে। হাজারো মানুষ একসাথে জুমার নামার আদায় করেন এখানে।

নিউইয়র্ক তথা আমেরিকার মুসলমানের জন্য এটি একটি ভালো সংবাদ। একটি মসজিদের নামে রাস্থার নামকরণ। সেটা অনেক বড় বিষয়।

এর পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্লেয়ার সাকিব আল-হাসানের জন্য দোয়া চাওয়া হয়েছে। সাকিব আল হাসান হাতের ফ্র্যাকচারের ট্রিটমেন্টের জন্য আমেরিকায় এসেছেন এবং জুমার নামাজ আদায় করার জন্য জ্যামাইকা মুসলিম সেন্টারে এসে হাজির হয়েছিলেন।
নামাজের পর সাকিব আল হাসান পাশে বসে হাত বাড়িয়ে দিয়ে দোয়া চাইলেন।