নারী নয় পুরুষদের আরো বেশি কাজে লাগান

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ১৮ ২০১৮, ১৫:২৫

ইলিয়াস সারোয়ারঃ দেশে এখন মারাত্মক ভীতিকর রাজনৈতিক পরিবেশ বিরাজমান৷ হামলা, মামলা আর গ্রেপ্তার বেড়ে চলেছে পাল্লা দিয়ে৷ হত্যা, গুপ্তহত্যা ও ধর্ষণ পরবর্তী হত্যাও কম চলছে না৷

দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারের জন্য বের হওয়া মিছিলে হামলা সংগঠিত হয়েছে৷ নির্বাচনী প্রচারে যাওয়া গোলাম মাওলা রনির স্ত্রীর উপর হামলা হয়েছে৷ কক্সবাজারে বিএনপি মহিলাপ্রার্থীর উপরও হামলা হয়েছে ৷ হামলা হয়েছে বিভিন্ন জায়গার অন্যান্য নারী প্রচারকদের উপরও ৷ নারীদের আর্তচিৎকারে আকাশ-বাতাস ভারি হওয়ার ভিডিওচিত্র ও স্থিরচিত্র আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রত্যক্ষ করেছি ৷

এরই ধারাবাহিকতায় ইসলামী আন্দোলনের পুরুষ প্রচারকরাও হামলার শিকার হয়েছেন বিভিন্ন নির্বাচনী এলাকায় ৷ পীর সাহেব চরমোনাইকে এর প্রতিবাদ করতেও দেখা যাচ্ছে ৷ যেহেতু ইআবাও ধীরে ধীরে ক্ষমতা টিকানোর জন্য হুমকি হয়ে উঠছেন তাই এমন হামলা স্বাভাবিক হয়ে উঠেছে ৷ অতীতে শাপলা চত্বরে আমরা দেখেছি ক্ষুধার্ত, ঘুমন্ত, জিকিররত, টুপি-দাঁড়িঅলা আলেম ও মাদরাসা ছাত্রদের উপর নারকীয় হামলা হয়েছে ৷ শুধুমাত্র ক্ষমতা ধরে রাখতেই এমন জঘণ্য হামলা হয়েছিল বলে বিশ্লেষকরা মতামত ব্যক্ত করেছেন ৷ সে হিসেবে ইসলামী আন্দোলনের অবলা নারী প্রচারকদের উপরও যে হামলা হবে না এর নিশ্চয়তা নাই ৷ বরং প্রবল আশংকাই দেখা যাচ্ছে ৷ চিন্তা করেছেন, রক্ষণশীল এই বোরকা-হিজাবী নারীপ্রচারকদের উপর হামলা হলে কী অবস্থার অবতারণা হবে? কেমন জঘণ্য আর ঘৃণ্য উদাহরণ সৃষ্টি হবে এতে?

অদূরদর্শী ইআবা নেতাগণ এমন অবিবেচকের মত সিদ্ধান্ত নেবেন এটা সাধারণ কর্মী-সমর্থকরা আশা করে না ৷ অথচ এমনাবস্থা ছড়িয়ে দেয়ার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালাতে দেখা যাচ্ছে তাদের ৷ বাংলাদেশের বর্তমান নির্বাচনী পরিবেশে এমন সিদ্ধান্ত প্রসারের ফলাফল ভাল হবে না বলেই প্রতীয়মান হচ্ছে ৷

নারীরা সাধারণত পুরুষদের অধীনস্থ থাকেন ৷ যদ্দরুণ পুরুষদের মতামতই তারা মাথা পেতে মেনে নেন ৷ বিশেষত রাজনৈতিক জ্ঞান মহিলাদের নিতান্তই অল্প ৷ এক্ষেত্রে ৯৯% নারীই পুরুষের মতামত মেনে নিয়েই ভোট প্রদান করে থাকেন ৷ সুতরাং পুরুষদের বুঝাতে পারলে নারী ভোটও আপনা আপনিই বক্সে চলে আসবে ৷

ভোট প্রাপ্তির চেয়ে অধুনা ভোট রক্ষার গুরুত্ব বেশি হয়ে উঠেছে ৷ কেন্দ্র দখল ও ভোট চুরি ঠেকাতে তৎপর হওয়া উচিৎ ৷ শুধু এজন্য প্রয়োজনে সব বিরোধী দল মিলে প্রতিটি কেন্দ্র পাহারা দেয়ার কমিটি করা চাই ৷ নইলে নির্বাচনে অগণিত ভোট পেলেও দিন শেষে আকাঙ্খিত ভোট খুঁজে পাওয়া যাবে না ৷

লেখক: কবি, কলামিস্ট, সাংবাদিক ও শিক্ষক