নতজানু সরকারের হাতে দেশের সার্বভৌমত্ব আজ সংকটের মুখে -পীর সাহেব চরমোনাই

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ২৬ ২০১৯, ১৮:৪৬

ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই) বলেন, ক্ষমতাসীনরা জনগণের প্রতিনিধিত্ব না করায় দেশে খুন, গুম, ধর্ষণ সহ সকল অপরাধ বেড়েই চলছে। সম্প্রতি এর সাথে যুক্ত হয়েছে ছেলে ধরা সহ নানা গুজব। যার ফলে ইতিমধ্যে বেশ কিছু নিরীহ মানুষের মানুষের জীবন হারাতে হয়েছে। ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা সরকারের সকল ক্ষেত্রে দলীয়করণের ফলে দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠান ভেঙ্গে পড়েছে।

আজ ২৬ জুলাই শুক্রবার বাদ জুমআ পুরানা পল্টনস্থ আইএবি চত্বরে ইসলামী যুব আন্দোলন-এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী যুব জমায়েতে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরিউক্ত কথা বলেন।

তিনি আরো বলেন, দেশ আজ আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার। দেশের সার্বভৌমত্ব বিলীন করার জন্য সরকারের নতজানু পররাষ্ট্রনীতিকে দায়ী করে তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নিদর্শন বাংলাদেশের বিরুদ্ধে আমেরিকার প্রেসিডেন্টের কাছে বিষোদগার করা হয়েছে। অন্যদিকে ইসকন নামক জঙ্গি সংগঠন দেশে দাঙ্গা সৃষ্টি করার জন্য মুসলিম শিশুদেরকে হিন্দুধর্মের বাণী বলতে বাধ্য করেছে। এসকল ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে যুবসমাজকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রধান অতিথি তার বক্তব্যে আগামী ৩০জুলাই বায়তুল মোকাররম দক্ষিণ গেট থেকে ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল সফল করতে আহ্বান জানিয়ে বলেন, ভারতের মুসলমানদের উপরে বর্বর নির্যাতনের প্রতিবাদে যুব সমাজকে সোচ্চার হতে হবে।

ইসলামী যুব আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান এর সভাপতিতে¦ ও সেক্রেটারী জেনারেল মাওলানা নেছার উদ্দিন এর পরিচালনায় যুব জমায়েতে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোছাদ্দেক বিল্লাহ আল মাদানি বলেন, ইসলামী যুব আন্দোলনরে মাধ্যমে দেশের সকল যুবককে একত্রিত করে দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করতে হবে।

সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম (শায়খে চরমোনাই) বলেন, সত্যিকারের দেশপ্রেমিক সরকার ছাড়া প্রিয়া সাহার রাষ্ট্রবিরোধী বক্তব্যের বিচার করতে পারবে না। বর্তমান দেশে যে সামাজিক ও রাজনৈতিক অস্থিতিশীল অবস্থা চলমান তা থেকে পরিত্রাণ পেতে হলে বাংলাদেশের সচেতন যুবকদের ইসলামী যুব আন্দোলনের ছায়াতলে ঐক্যবদ্ধ হয়ে একটি শান্তিপূর্ণ ও কল্যাণকামি রাষ্ট্র গঠনে ভুমিকা রাখতে হবে।

অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহ প্রচার সম্পাদক মাওলানা দেলওয়ার হোসাইন সাকী, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতা শেখ মুহাম্মাদ নুরুন্নবী, রহমতুল্লাহ বিন হাবীব, ইলিয়াস হাসান, এস এম আজিজুল হক, মুফতী হোসাইন মো: কাওছার বাঙ্গালী, হাফেজ মাওলানা জহিরুল ইসলাম প্রমুখ।