নওগাঁ সীমান্তে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ১৮ ২০২০, ০৯:২৬

এ ব্যাপারে বিএসএফকে পতাকা বৈঠকে বসার আহ্বান জানিয়েছে বিজিবি

নওগাঁর পোরশা উপজেলার হাপানিয়া সীমান্ত এলাকা থেকে শুক্রবার ভোরে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে।

হাপানিয়া সীমান্তের ২৩২নং মেইন পিলার এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করলে বিএসএফ তাকে আটক করে বলে নওগাঁর ১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম নিশ্চিত করেছেন। আটক হাসিম উদ্দিন (৩০) নওগাঁর সাপাহার উপজেলার ইসলামপুর গ্রামের মোক্তার হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দিবাগত রাতে ৭-৮ জনের একটি দল ভারতের অভ্যন্তরে গরু আনতে প্রবেশ করে। ফেরার পথে ভোরে ২৩২নং মেইন পিলার থেকে ভারতের অভ্যন্তরে ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা হাসিমকে আটক করে।

লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম বলেন, “আমরা বিভিন্ন মাধ্যমে ওই ব্যক্তিকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জানতে পেরেছি। ইতোমধ্যে বিএসএফকে বিষয়টি অবগত করা হয়েছে। তবে বিএসএফ আটকের কথা স্বীকার করেনি।”

এ ব্যাপারে বিস্তারিত জানতে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।