“ধোকাবাজ” শিরোনামে রিলিজ হলো রায়হান ফারুকের নতুন ইসলামী সংগীত

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুলাই ০৮ ২০১৯, ০০:৪৮

মাহবুব হুসাইনঃ

কলরবের অন্যতম জনপ্রিয় শিল্পী রায়হান ফারুক। বরাবরই তার সংগীতে থাকে ভিন্নধর্মী আমেজ, তারই ধারাবাহিকতায় এবার রিলিজ হলো ” ধোকাবাজ” শিরোনামের একটি চমৎকার ইসলামী সংগীত। যা ইতিমধ্যেই শ্রোতা মহলে ব্যাপক সাড়া জাগিয়েছে। সংগীতটির মাধ্যমে বর্তমান সময়ের কিছু চিত্র তুলে ধরা হয়েছে, যেখানে বলা হয়েছে একজন প্রকৃত মুসলমান কখনো প্রতারক বা ধোকাবাজ হতে পারেনা। সেখানে বলা হয়েছে শাসকগোষ্ঠীর হযরত ওমর রাঃ এর আদর্শে উজ্জীবীত হওয়া চাই তাহলে সমাজে শান্তি শৃংখলা ফিরে আসবে।

এ বেপারে শিল্পী রায়হান ফারুক বলেন আজ আমাদের মুসলিম উম্মাহর মদ্ধে এই ধোকাবাজি প্রতারণার মতো মারাত্মক ব্যাধিটি ছড়িয়ে পড়েছে, যা একজন মুনাফিকের বৈশিষ্ট। আমি চেয়েছি এর মাধ্যমে সবাইকে সচেতন করতে, এর জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস। এই সংগীতটি সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন করে তুলবে এটিই তার প্রত্যাশা।

নিচের এই লিংকে সংগীতটি দেখা যাবে