দ্বীন শিখতে হলে উলামায় কেরামের বিকল্প নাই, স্পেনে সিরাতে মুস্তাক্বীমের শানে রিসালত সম্মেলনে বক্তাগন

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ১৮ ২০১৮, ০৯:৫৯

অদ্য ১৬ই ডিসেম্বর রবিবার বার্সেলোনা স্থনীয় মিনহাজুল কোরআন জামে মসজিদে সিরাতে মুস্তাক্বীম বার্সেলোনার আয়োজনে শানে রিসালত সম্মেলন অনুষ্ঠিত হয়।সিরাতে মুস্তাক্বীম স্পেনের সভাপতি মাওলানা আব্দুল আহাদের সভাপতিত্বে কেন্দ্রীয় আহলে শুরা মাওলানা বদরুল হক্ব ও সদস্য মাওলানা আজমুল ইসলাম সেলিমের পরিচালনায়, হাফিজ আব্দুল মজিদের পবিত্র কালাম তেলাওয়াতের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।

আসরের পর থেকে রাত নয়টা পর্যন্ত ধারাবাহিক তিনটি অধিবেশনে চলতে থাকা সম্মেলনে শুরুতে স্বাগত ও উদ্বোধনী বক্তব্য রাখেন সিরাতে মুস্তাক্বীমের কেন্দ্রীয় শুরা সদস্য হাফিজ মাওলানা আব্দুল কাদির আল মাহদি। সম্মেলনে প্রধান অথিতি হিসেবে আলোচনা পেশ করেন বিশিষ্ট টিভি ভাষ্যকার ও মিডিয়া ব্যক্তিত্ব শায়খ মাওলানা মাহমুল হাসান (লন্ডন) বিশেষ অথিতি হসেবে আলোচনা পেশ করেন শাখুল হাদিস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক্ব (বার্মিংহাম) ও খতিব মাওলানা তাজুল ইসলাম (লন্ডন)।

প্রধান অথিতির বক্তব্যে মাওলানা মাহমুদুল হাসান বলেন ইসলামের সঠিক মু’আমালাত মু’আশারত দ্বীন প্রচারে অনেক গুরত্বপূর্ণ ভুমিকা রাখে। আজ আমরা এ ক্ষেত্রে অনেক পিছেয়ে পড়ে আছি। কাজেই আমাদের মাঝে কলহ বিবাধ লেগে আছে। অথচ সাহাবায়কেরামরা এ মু’আমালাত মু’আশারতের সঠিক পদ্ধতিতে দ্বীন মানুষের নিকঠ পৌছে দিয়েছেন। আমাদেরকে তাদের আদর্শ মতো কাজ করতে হবে। তাদের আদর্শকে লালন করতে হলে উলামায়ে কেরামদের কাছ থেকে দ্বীনকে শিখতে হবে ও বুঝতে হবে।

বিশেষ অথিতির বক্তব্যে মাওলানা রেজাউল হক্ব বলেন মানুষ খাটি আমল দ্বারা আল্লাহর নৈকট্য লাভ করে।আমাদের নবী বস্তব অনুশীলনর মাধ্যমে সাহাবাদের তৈরি করেছেন। কাজেই আমরাও সেই সব পদ্ধতি বর্তমান জমনার আলেম উলামা থেকে শিক্ষা নিতে হবে। আলেম উলামার সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে হবে। তাথেই আমরা দ্বীনের প্রত্যকটি মেহনতকে সহিহ তরিকায় করে সুন্দর জীবন গড়তে পারব।সুন্দর সমাজ উপহার দিতে পারব।

খতিব মাওলানা তাজুল ইসলাম তার বক্তব্যে বলেন স্পেনে মুসলমানরা আটশ বছর শাসন করছিল।কিন্তু আমাদের চারিত্রক অধঃপতনের করনে সেই স্পেন হাত ছাড়া হয়েছে। আমারা যদি সুন্দর চরিত্রের চর্চা শুরু করি। ইনশাআল্লাহ! আবার সেই স্পেন আমাদের পদতলে আসবে। ইসলাম প্রচারে সুন্দর চরিত্র অস্বিকার করা যায় না। তাই কোরআন হাদিসের শিক্ষার মাধ্যমে সেই চরিত্রের অধিকারী হতে হবে।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সিরাতে মুস্তাক্বীম স্পেনের উপদেষ্ঠা মাওলানা মুতিউর রাহমান,সিরাতে মুস্তাক্বীম স্পেনের কেন্দ্রীয় শুরার সদস্য কেন্দ্রীয় আহলে শুরা মাওলানা ইলিয়াছ আহমদ,বার্সেলোনা সেন্টার দায়িত্বশীল মাওলানা শিব্বির আহমদ, শান্তাকলামা শাখার জিম্মাদ্বার হাফিজ মাওলানা ইমদাদুল হক্ব,মাওলানা আব্দুল মালিক,হাফিজ মাওলানা মাসউদ আহমদ,বিশিষ্ট কমিউনিটি নেতা সাদ উদ্দিন ,কেন্দ্রীয় শুরা মাসরুর আহমদ,বিশিষ্ট ব্যাবসায়ী সিরাতে মুস্তাক্বীমের সদস্য আল আমিন রফিক, সিরাতে মুস্তাক্বীমের কেন্দ্রীয় শুরা সদস্য বিশিষ্ট কমিউনিটি নেতা আব্দুল হালিম,মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা আব্দুল আলিম ও সোহেল আহমদ, বিলাল আহমদ,তরুন সংগঠক জাহেদ আহমদ বিশেষ ব্যক্তিদের মাঝে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা মুকিত খান, মাসুম আহমেদ, কয়েস আহমেদ ,বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুজিবুর রহমান তোতা প্রমুখ।পরিশেষে সভাপতির বক্তব্য ও প্রধান অথিতির দু’আর মাধ্যমে সম্মেলনের সমাপ্তি হয়।