দেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানপ্রধান বড়লেখার মাওলানা আব্দুল আহাদ খাঁন

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ২১ ২০১৯, ১৭:৪৫

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ এ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠানপ্রধান নির্বাচিত হয়েছেন বড়লেখা উপজেলার ইটাউরি মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ মাওলানা আব্দুল আহাদ খাঁন।

গতকাল ২০ জুন বৃহস্পতিবার রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরিয়েট স্কুলে আনুষ্ঠানিকভাবে হাফিজ মাওলানা আব্দুল আহাদ খাঁনকে মাদ্রাসা পর্যায়ে বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠানপ্রধান ঘোষণা করেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ জিয়াউল হক।

হাফিজ মাওলানা আব্দুল আহাদ খাঁন বড়লেখা উপজেলার পূর্ব শাহবাজপুর বোয়ালী গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র।

উল্লেখ্য, হাফিজ মাওলানা আব্দুল আহাদ খাঁন চাকুরীতে প্রথম যোগদান করেন ২০০০ সালে গোলাপগঞ্জের কৈলাশ শাহনূর আলিয়া মাদ্রাসায় সুপারিন্টেন্ডেন্ট পদে।
২০০৩ সাল থেকে ইটাউরী মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ হিসাবে কর্মরত আছেন তিনি।