দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে সারাজীবন রাজনীতি করেছি

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ২৪ ২০২৩, ১৭:৩৪

বঙ্গভবন থেকে রাজসিক বিদায়ের পর নিকুঞ্জের বাসায় ওঠার আগে সদ্য সাবেক রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, ‘দেশের মানুষের কল্যাণের কথা চিন্তা করে আমি সারা জীবন রাজনীতি করেছি। আমি আমার ক্ষুদ্র ক্ষমতা দিয়ে চেষ্টা করেছি যেন এ দেশে একটা সুষ্ঠু রাজনীতি প্রবর্তন করা যায়। সেটায় সফল হয়েছি, তা বলতে পারব না। কিন্তু চেষ্টার ত্রুটি ছিল না।’

আবদুল হামিদ আরও বলেন, ‘আজকের দিনে আমার যেটুকু সফলতা, সেজন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার প্রতি আমার এলাকার মানুষসহ দেশবাসীর দোয়া ছিল।’

সাংবাদিকদের উদ্দেশে আবদুল হামিদ বলেন, ‘আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আমি যাই বলেছি, আপনারা টুইস্ট না করে মানুষের কাছে সত্যিকারভাবে তুলে ধরেছেন, এ জন্য আমি আপনাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যেভাবে ফ্রিলি আমাকে কাজ করার সুযোগ দিয়েছেন, আমার কাজের ব্যাপারে যে বাধা সৃষ্টি হয়নি, সেজন্য তার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

এর আগে মোঃ আবদুল হামিদকে সর্বোচ্চ সম্মান দিয়ে রাজসিক বিদায় জানায় বঙ্গভবন। বিদায় বেলায় আবদুল হামিদকে প্রেসিডেন্টের গার্ড রেজিমেন্টের একটি সজ্জিত দল বঙ্গভবনের ক্রেডেনসিয়াল মাঠে গার্ড অব অনার দেয়। এ ছাড়া বঙ্গভবনের প্রধান ফটকে তাকে দেওয়া হয় স্যালুট গার্ড। এরপর সর্বোচ্চ সম্মান দিয়ে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তাকে নতুন ঠিকানা নিকুঞ্জে পৌঁছে দেওয়া হয়।

এর আগে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মোঃ সাহাবুদ্দিন। আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে এ শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী মোঃ সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতির পদে শপথ পাঠ করান।

শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ সদস্যসহ কয়েকশ বিশিষ্ট অতিথি যোগ দেন। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।