দেশের চলমান খুন, ধর্ষণ এর প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

একুশে জার্নাল

একুশে জার্নাল

ফেব্রুয়ারি ০৩ ২০১৯, ১৬:২৩

সাইদ সালমান 

বাংলাদেশে চলমান খুন, ধর্ষণ, মাদক ও ইত্যকার সর্বরকম মানবতা বিরোধী অপরাধের প্রতিবাদে, ব্রাহ্মণবাড়িয়া কওমী ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে মানববন্ধনটি আয়োজিত হয়।

আজ রবিবার, (৩ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে- মাওলানা মাসুদুর রহমানের সভাপতিত্বে এই মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশে যদি খুন, ধর্ষণ এর মতো জঘন্য অপরাধগুলোর শাস্তি কোরআনি বিচার ব্যাবস্থায় করা হয়, তাহলে বাংলাদেশের এই লাগামহীন খুন, ধর্ষণ বন্ধ করা সম্ভব। এছাড়া কোন ভাবেই এই অপরাধ থামানো যাবে না।

তারা আরো বলেন, সরকার দেশের উন্নয়ন করছে ভালো কথা। তবে তিনি যদি মনে করেন- শুধু বড় বড় ব্রিজ আর সেতু বানানোকেই দেশের উন্নয় বলে, তাহলে ভুল হবে। কারণ, দেশের জনগণের জীবনের নিরাপত্তা ও মা-বোনদের ইজ্জত, আব্রু’র নিরাপত্তা দেওয়াও সরকারের দায়িত্ব এবং দেশের উন্নয়ের অংশ।

অতএব, আপনার কাছে আজকের মানববন্ধন থেকে আবেদন- আপনি দেশের খুন, ধর্ষণ বন্ধ করতে কোরআনের বিচার ব্যাবস্থা চালু করুন দেশে।

মাওলানা হিযবুল্লাহ এর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, মুফতি এনামুল হাসান, মাওলানা জুনাঈদ কাসেমী, মাওলানা ইসহাক, মাওলানা শাকিল, মাওলানা বরকতুল্লাহ, মাওলানা সালমান আনোয়ার প্রমুখ।