দেওবন্দ পড়াশোনার জন্য এবার থেকে ‘স্টুডেন্ট ভিসা’ পাওয়া যাবে -ড. মুশতাক আহমাদ

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১৩ ২০১৯, ১৪:০৬

আলহামদুলিল্লাহ! আমি ড. মুশতাক আহমদ ও আমাদের মুহতামিম মাও. মজিবর রহমান অনেক দিন থেকে পড়াশুনার উদ্দেশ্যে দেওবন্দ গমনেচ্ছু শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ভিসা লাভের বিষয়টি চিন্তা করে আসছি। আমাদের বিশিষ্ট বন্ধু মাও. ওমর ফারূক বিষয়টি পিএম অফিসের মূখ্য সমন্বয়ক আবুল কালাম স্যারকে অবহিত করলে তিনি সদয় হন এবং তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের জন্য সচিব শিক্ষা মন্ত্রনালয়কে নির্দেশ দেন।

অতপর আমরা ৬ সদস্য মুহতামিম হযরত মাও. মাহফুজুল হকের নেতৃত্বে ‘কওমী শিক্ষার্থীদের জন্য ভারতের দেওবন্দ মাদ্রাসায় অধ্যয়নের নিমিত্ত স্টুডেন্ট ভিসা চালু করা’ এর লিখিত আবেদন পত্র সহ শিক্ষা মন্ত্রনালয়ের সচিব মহোদয়ের সাথে দেখা করলে তিনি এই স্টুডেন্ট ভিসা প্রদানের জন্য পররাস্ট্র মন্ত্রনালয়, হাই কমিশনার অব ইন্ডিয়া, বাংলাদেশ হাই কমিশন দিল্লী, ডেপুটি হাই কমিশন কলকাতা সহ সকলকে লিখিত নির্দেশ দেন। সচিব মহোদয় মৌখিকভাবে বলে দিয়েছেন যে, আপনারা দেওবন্দের জন্য স্টুডেন্ট ভিসা পেতে আগ্রহীদেরকে যথানিয়মে চেষ্টা অব্যাহত রাখতে বলুন। এ ব্যাপারে তারা কোথাও আইনগত সমস্যায় পড়লে আমাদের অবহিত করবেন। আমরা দ্রুত সমাধানের চেষ্টা করবো ইনশাআল্লাহ।