দুই বইয়ের ‘বিতর্কিত’ অংশের পাঠদান বন্ধ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ১০ ২০২৩, ১৮:৩২

বিতর্ক ওঠার পর ২০২৩ শিক্ষাবর্ষে ষষ্ঠ ও সপ্তম শ্রেণির জন্য প্রণীত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের দুটি পাঠ্যপুস্তক পাঠদান থেকে প্রত্যাহার করা হয়েছে। বই দুটির কয়েকটি অধ্যায় সংশোধন করা হবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) এনসিটিবি চেয়ারম্যান প্রফেসর মো. ফরহাদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, উক্ত শ্রেণিদ্বয়ের জন্য প্রণীত ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের ‘অনুশীলনী পাঠ’এবং ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ‘অনুসন্ধানী পাঠ’ পাঠ্যপুস্তকসমূহের কতিপয় অধ্যায়ের প্রয়োজনীয় সংশোধন করা হবে। উক্ত পাঠ্যপুস্তকসমূহের অন্যান্য সকল অধ্যায়ের পাঠদান অব্যাহত থাকবে। সংশোধনীগুলো শিগগির শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অবহিত করা হবে।

প্রসঙ্গত, পাঠ্যবইয়ে ভুলের কারণে এর আগেও দুটি শ্রেণির বইয়ে সংশোধনী দিয়েছিল এনসিটিবি।

এর আগে দুপুরে চাঁদপুরে একটি অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি পাঠ্যবই নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন। দুটি বই সংশোধন করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘কেউ কেউ বলছেন বইতে এটি না থাকলে ভালো হতো। আবার কোনটি বেশি লেখা হয়েছে। আমরা বলছি এবারের পাঠ্যক্রমের ষষ্ঠ ও সপ্তম শ্রেণির দুটি বই নতুন করে সংস্কার করে দেওয়া হবে। এই দুই শ্রেণির বইয়ে যেগুলো নিয়ে কথা হচ্ছে, সেগুলো পড়া বন্ধ থাকবে। এসব বইতে ইসলামবিরোধী কিছুই নেই। তারপরও আমরা মানুষের কথা শুনি, যদি কেউ মনে কষ্ট পায় সেটাকেও গুরুত্ব দেই এবং সম্মান করি।’

ডা. দীপু মনি বলেন, ‘ইসলামের বিষয় নিয়ে যারা মিথ্যাচার করছে এটি কি ঠিক? কখনো এটাকে প্রশ্রয় দেবেন না। এটা মনে রাখবেন সবসময় নৌকার যারা কাজ করে, শেখ হাসিনার যারা কর্মী, তাদের হাতে কোনোদিন ইসলামবিরোধী কাজ হতে পারে না।’