দুআ ও রক্তদানসহ নানা কর্মসূচীতে ‘আমরা রক্তসন্ধানী’র ১ম জন্মদিন পালিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

এপ্রিল ১৩ ২০১৯, ০৮:০৭

 

আবির আবরার:

২০১৮ সালের ১২ ই এপ্রিল আমরা রক্তসন্ধানী – We Are Inquisitive Of Blood ব্লাডগ্রুপটির পথচলা শুরু হয়। গতকাল গ্রুপটির ১বছর পূর্ণ হলো। এ উপলক্ষে সারা দেশব্যাপী কেক কাটা, দুআ, রক্তদানসহ নানা কর্মসূচীতে ‘আমরা রক্তসন্ধানী’ এর বর্ষপূর্তি উদযাপন করা হয় ৷

গাজীপুরে দোয়ার মাধ্যকে অনুষ্ঠান শুরু হয়ে শেষ হয় অনেক দুঃস্থ অসহায়দেরকে মধ্যাহ্ন ভোজ করানোর মাধ্যমে।

No photo description available.

 

এছাড়াও সারা দেশেই জেলায় নানাভাবে আমরা রক্তসন্ধানী ‘র বর্ষপূর্তি উদযাপনের খবর পাওয়া গেছে ৷ এ দিনে প্রায় ৫০ জন রোগীকে রক্ত ডোনেট করা হয় রক্তসন্ধানীর পক্ষ থেকে ৷

ব্লাডগ্রুপ এর বর্ষপূর্তিকে উপলক্ষ করে আগামি ২৭শে এপ্রিল একটি বিশেষ পোগ্রাম করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। উক্ত পোগ্রাম সম্পর্কে কিছুদিনের মধ্যে সবাইকে বিস্তারিত জানানো হবে।

কর্তৃপক্ষ দোয়াপ্রার্থী হয়ে বলেছেন- “আপনারা দোয়া করবেন, রক্তসন্ধানী যেন এভাবেই মানুষের সেবায় সর্বদা নিয়োজিত থাকতে পারে।”

 

আজ #আমরা_রক্ত_সন্ধানীর ১ম বার্ষিকী উপলক্ষে ১০জন অসহায় মানুষ কে পেটপুরে খাবার খাওয়ানো হয় 🙂দোয়া করবেন যেন এভাবেই অসহায়, দরিদ্র, মুমূর্ষু মানুষের জন্য আমরা নিরলসভাবে কাজ করে যেতে পারি।

Posted by কুমকুম খান on Friday, 12 April 2019