দীঘিনালায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান; ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ২০ ২০২০, ২২:৪৪

আবদুল জলিল, খাগড়াছড়ি প্রতিনিধি: প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্ক ছড়িয়ে বাজারের কিছু ব্যবসায়ী চালের দাম বাড়িয়ে দিয়েছে এমন অভিযোগে অভিযানে নামেন খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ উল্লাহ।

শুক্রবার বিকেলে উপজেলার বোয়ালখালী নতুন বাজার, মেরুং ও কবাখালী বাজারে অভিযোগের সত্যতা পেয়ে অভিযান চালিয়ে চালের অবৈধ মজুদ করে কৃত্রিম সঙ্কট তৈরি, ভোক্তা পন্যের অতিরিক্ত মুল্য আদায় এবং পন্যে পাটের বস্তা ব্যবহার না করার কারনে মেসার্স জাফর স্টোর, কামাল স্টোর সহ ৫টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১৮ হাজার জরিমানা করা হয়।

দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ বলেন, ভোক্তা পন্যের অতিরিক্ত মুল্য আদায় এবং পন্যে পাটের বস্তা ব্যবহার না করার কারনে ৫টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় অনেক ব্যবসায়ীকে মৌখিক ভাবে সতর্ক করা হয়েছে।