দলীয় প্রভাবমুক্ত, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে রুকসু নির্বাচন অনুষ্ঠিত হোক -ইশা ছাত্র আন্দোলন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ২৬ ২০১৯, ১৮:৪১

একুশে জার্নাল: আগামীকাল ২৭ ফেব্রুয়ারি বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদ (রুকসু) নির্বাচন। এলক্ষে কলেজ প্রশাসন সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানা গেছে।

ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকারের অধীনে জাতীয় ও স্থানীয় নির্বাচনগুলোতে জালিয়াতি ও ভোট ডাকাতির মহোৎসব প্রত্যক্ষ করার পরেও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ক্যাম্পাসগুলোতে দলীয় প্রভাবমুক্ত নির্বাচন আশা করে।

তারই ধারাবাহিকতায় রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদ নির্বাচনে পূর্ণ প্যানেল দিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সহ দেশের সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।

আজ ২৬ ফেব্রুয়ারি সন্ধায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ, কেন্দ্রীয় সহ-সভাপতি এম. হাছিবুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহ এক যৌথ বিবৃতিতে উপরোক্ত কথা বলেন।

নেতৃবৃন্দ আরো বলেন, ক্যাম্পাসগুলোতে কেউ দলীয় প্রভাব বিস্তারের মাধ্যমে নির্বাচন নিয়ন্ত্রণের চেষ্টা করলে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আন্দোলন করবে।

আমরা আশা করবো, সে পথে হাটার পরিবেশ সৃষ্টি না হোক। সে লক্ষে আমরা শান্তিপ্রিয় সংগঠনগুলো এক হয়ে কাজ করবো।