তুরস্কে ১০১টি দেশের একহাজার ছাত্র সুযোগ পাচ্ছে উচ্চতর ইসলামী শিক্ষার

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ৩০ ২০১৯, ১৭:৪৬

তুরস্কের ধর্ম বিষয়ক উপদেষ্টা আলী আরবাস বলেছেন, আগামী শিক্ষাবর্ষে তুরস্কে শরীয়াহ বিষয়ক উচ্চতর জ্ঞান অর্জনের সুযোগ পাবে ১০১ টি দেশের এক হাজার শিক্ষার্থী। শনিবার (২৯ জুন) তুরস্কের ইস্তাম্বুলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্নাতকোত্তর অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, তুরস্কে ধর্মীয় বিষয়ে উচ্চতর পড়াশুনার জন্য ধর্ম বিভাগকে ১০১ টি দেশ থেকে শিক্ষার্থীদের পাঠানোর অনুরোধ করা হয়েছিলো। তিনি বলেন, আমার গৃহীত প্রকল্প ‘দি হাইস্কুল অব ইমাম এন্ড ইন্টারন্যাশনাল লেকচারার’ এবং ‘আন্তর্জাতিক শরীয়া অনুষদ’ এর অংশ হিসেবে ধর্ম বিভাগ এক হাজার শিক্ষার্থীকে নির্বাচিত করেছে।

যারা তুরস্কে অধ্যয়নের সুযোগ পাবে। আরবাস আরো বলেন, দুই প্রকল্পে অধ্যয়নকারী বিদেশী শিক্ষার্থীরা স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর নিজ নিজ দেশে তুর্কী প্রতিনিধি হয়ে উঠবেন।