তাবলীগের শীর্ষ মুরুব্বী হাজী আব্দুল ওয়াহহাব এর ইন্তেকালে আল্লামা বাবুনগরীর শোক প্রকাশ

একুশে জার্নাল

একুশে জার্নাল

নভেম্বর ১৮ ২০১৮, ১৩:৪৩

বিশ্ব দাওয়াতে তাবলীগের শীর্ষ মুরুব্বী হাজী আব্দুল ওয়াহহাব রহ.এর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী৷

আজ ১৮ নভেম্বর রবিবার এক শোকবার্তায় আল্লামা বাবুনগরী বলেন,তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বী হাজী আব্দুল ওয়াহহাব রহ এর ইন্তেকালে বিশ্ববাসী একজন নিবেদিতপ্রাণ দাঈ হারাল৷ শীর্ষ এ মুরুব্বীর ইন্তেকালে দাওয়াত ও তাবলীগের অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা কভু পূরণ হবার নয়। ইতিহাস তার অমর কীর্তি চিরকাল স্মরণ রাখবে।

স্মৃতিচারণ করে আল্লামা বাবুনগরী বলেন,টঙ্গীর বিশ্ব ইজতেমায় হাজী আব্দুল ওয়াহহাব রহ এর সাথে আমার একাধিক বার সাক্ষাতের এবং বিভিন্ন বিষয়ে আলোচনার সুযোগ হয়েছে৷পাকিস্থান বিন্নুরী টাউনে বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আল্লামা ইউসুফ বান্নুরী রহ.এর কাছে আমি হাদীস পড়েছি শুনে একবার তিনি আমাকে জিজ্ঞাস করলেন”মুফতীয়ে আযম, হাটহাজারীর মুফতী ফয়জুল্লাহ রহ এর নিকটেও কোন কিতাব পড়েছি কিনা৷আমি জানালাম যে,মুফতীয়ে আযম ফয়জুল্লাহ রহ.এর নিকট কোন কিতাব পড়ার সুযোগ হয়নি৷তবে মুফতী ফয়জুল্লাহ রহ.কে আমি দেখেছি, তিনার ওয়াজ শুনার এবং খুছুসী বৈঠকে বসার সুযোগ হয়েছে৷হাজী আব্দুল ওয়াহহাব রহ. মুফতী ফয়জুল্লাহ রহ এর অনেক ভক্ত ছিলেন৷

আল্লামা বাবুনগরী বলেন, হাজী আব্দুল ওয়াহহাব রহ তাবলীগ জামাতের বাণী হযরতজ্বী মাওলানা ইলিয়াস রহ.এর সংশ্রবে থেকে ইলিয়াস রহ এর সাথে দীর্ঘদিন দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন৷
এবং ইলিয়াস রহ.এর ইন্তেকালের পর তিনার পদাংঙ্খ অনুসরণ করে শাইখুল হাদীস আল্লামা জাকারিয়া রহ, হযরতজ্বী মাওলানা ইউসুফ কান্ধলভী রহ.এবং হযরতজ্বী মাওলানা ইন’আমুল হাসান রহ.সাথে পুরো বিশ্বে দাওয়াত ও তাবলীগের কাজ করেছেন৷আমাদেরও উচিত পূর্বেকার হযরতজ্বীগণ সহ হাজী আব্দুল ওয়াহহাব রহ. এর পদাংঙ্খ অনুসরণ করে তাবলীগের কাজ করা৷

তাঁদের পদাংঙ্খ অনুসরণ করে কাজ করলে তাবলীগের কাজে কোন ফিৎনা হবে না৷সঠিক পদ্ধতিতে পুরো বিশ্বে দাওয়াত ও তাবলীগের কাজ চলবে৷

আল্লামা বাবুনগরী মরহুমের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, মহান প্রভুর দরবারে আমি দুআ করি, আল্লাহ তাআলা তাঁর সকল দ্বীনি খেদমতকে কবুল করুন এবং ত্রুটি-বিচ্যুতি ক্ষমা করে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন।