তাক্বওয়া ভিত্তিক জীবন গঠন ই রমজানের শিক্ষা- খেলাফত মজলিস

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ০৫ ২০১৮, ১১:১৫

একুশে জার্নাল ডেস্ক: আল্লাহ সুবহানাহু ও তায়ালা মানবজাতির হেদায়তের জন্য কুরআন নাযিল করেছেন এ রমজান মাসে। যা মানব জাতির সামনে সত্য মিথ্যার মধ্যে পার্থক্য তুলে ধরে এবং কল্যাণ ও শান্তিময় জীবনের পথ বাতলে দেয়। শ্রেষ্ঠতর এ নেয়ামত কুরআন নাযিলের এ মাস রমজানুল মোবারককে সিয়াম পালনের জন্য নির্ধারণ করে মানুষ কে আল্লাহ সুবহানাহু ওতায়ালা তার প্রতি কৃতজ্ঞা প্রকাশের সুযোগ করে দিয়েছেন। আর সিয়াম বা রোযা পালন মানুষ কে তাক্বওয়া বা আল্লাহ ভীরুতার শিক্ষা দেয়, যা মানুষ কে জান্নাতের পথে পরিচালিত করে। খেলাফত মজলিস ইউ কে শাখার সাধারণ সম্পাদক জনাব মাওলানা শাহ মিজানুল হক , সংগঠনের কেমব্রিজ শাখার উদ্যোগে আয়োজিত “রমজানের তাৎপর্য ও শিক্ষা শীর্ষক” ইফতার মাহফিল পু্র্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। শাখা সভাপতি মাওলানা নোমান উদ্দিনের সভাপতিত্বে ও শাখা সেক্রেটারী মুহাম্মাদ হারুন মিয়ার পরিচালনায় অনুষ্টিত ইফতার পূর্ব আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে আলোচনা পেশ করেন খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার দাওয়াহ সম্পাদক সর্ব জনাব মাওলানা আতাউর রহমান জাকির, তথ্য ও গবেষনা সম্পাদক শেখ মুস্তাক আহমদ ও কেমব্রিজ ইউনিভার্সিটির প্রফেসর নজরুল ইসলাম। ৪ঠা জুন ২০১৮ স্থানীয় কমিউনিটি সেন্টারে সামসুর রহমান ও মোহাম্মদ আনাছ এর কুরআনুল হাকীম তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্টিত ইফতার মাহফিলে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেমব্রিজ শাখার সেক্রেটারী সর্বজনাব সাহিন আহমদ, খেলাফত মজলিস কেমব্রিজ শাখার সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ মুন্না, এমদাদুল হক, মুবিন আহমদ ও হাফিজ মাওলানা সাইফুল আলম, হাবিব জাকারিয়া প্রমূখ।