ঢাকায় তামাক নিয়ন্ত্রণ বিষয়ে আলোচনা অনুষ্ঠান আয়োজিত

একুশে জার্নাল

একুশে জার্নাল

জানুয়ারি ২৮ ২০২১, ২৩:১৭

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড, বাংলাদেশ তামাক বিরোধী জোট এবং ডাব্লিউবিবি ট্রাস্ট’র আয়োজনে “চলচ্চিত্রে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন ও করণীয়” শীর্ষক আলোচনা সভা আজ ( ২৮ জানুয়ারি ২০২১) সকালে তথ্য ভবনে (সার্কিট হাউজ রোড) অনুষ্ঠিত হয়।

স. ম. গোলাম কিবরিয়া, মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর এর সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড এর ভাইস চেয়ারম্যান মো: জসীম উদ্দিন, বাংলাদেশ তামাক বিরোধী জোট’র সমন্বয়কারী সাইফুদ্দিন আহমেদ প্রমূখ।

দি ইউনিয়নের কারগিরী পরামর্শক এড. সৈয়দ মাহবুবুল আলম সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট’র কর্মসূচি ব্যবস্থাপক সৈয়দা অনন্যা রহমান এর সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন ও প্রকাশনা) মোহাম্মদ আলী সরকার, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড এর সচিব মো: মমিনুল হক জীবন, ভাইটাল স্ট্রাটেজিস-বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার নাসির উদ্দিন শেখ, প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল আহমেদ চলচ্চিত্র পরিচালক এস এ হক অলিক, অর্থনৈতিক গবেষণা ব্যুরো, ঢাকা বিশ^বিদ্যালয় এর তামাক নিয়ন্ত্রণ প্রকল্প ব্যবস্থাপক হামিদুল ইসলাম হিল্লোল, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর তামাক নিয়ন্ত্রণ প্রকল্প কর্মকর্তা লাইলুন নাহার, টিসিআরসি’র প্রোগ্রমা ম্যানেজার ফারহানা জামান লিজা।

এছাড়াও আহছানিয়া মিশন, গ্রামবাংলা উন্নয়ন কমিটি, ডাস, চলচ্চিত্র সংশ্লিষ্ট শিল্পি-কলাকুশলী, গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।