ঢাকার বাচ্চারা ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছে

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ০৯ ২০২২, ১৪:৩৯

শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের প্রতি মনোযোগী হতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘খেলাধুলা করতে না পেরে এবং ফ্লাটে থেকে ঢাকা শহরের বাচ্চারা ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছে। আমাদের বাচ্চাদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে হবে। বিশেষ করে অভিভাবকদের এ দিকে দৃষ্টি দিতে হবে।

বুধবার (৯ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপ-২০২২ এ জাতীয় মহিলা ফুটবল দলের চ্যাম্পিয়নদের সংবর্ধনা ও আর্থিক সম্মাননা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, ‘আমাদের ছেলেরা যা পারে না মেয়েরা তার থেকে বেশি পারে। আমাদের মেয়েরা খেলাধুলায় অনেক ভালো করছে। ’ তিনি বিভিন্ন সময় নারী খেলোয়াড়দের অর্জন তুলে ধরেন।

নারীদের জন্য আরও অনেক টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী সে সব টুর্নামেন্টের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘আমাদের ক্রীড়াঙ্গন যথেষ্ট উৎকর্ষতা লাভ করছে। জেলায় জেলায় স্টেডিয়ামগুলো খুলে দেওয়া হয়েছে। প্রত্যেক উপজেলায় মিনি স্টেডিয়াম করে দেওয়া হচ্ছে। ’

অটিস্টিকদের জন্যও খেলাধুলার সুযোগ বাড়ানো হয়েছে বলে জানান সরকারপ্রধান। তিনি বলেন, ‘অটিস্টিক ও প্রতিবন্ধীদেরও আমরা উৎসাহিত করছি। সংসদ ভবনের পাশে প্রতিবন্ধীদের জন্য একটা মিনি স্টেডিয়াম করে দিচ্ছি। যেন সেখানে তারা খেলতে পারে। ’ তিনি খেলাধুলায় প্রতিবন্ধীদের নানা অর্জনের কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা চেয়েছিলেন বাংলাদেশ ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত হবে। তৃণমূল থেকে উন্নয়নটা হবে। আমরা সেভাবেই কাজ করে যাচ্ছি। যুদ্ধে জয় করেছি খেলায়ও জয় করবো, এই মানসিকতা নিয়ে খেললে জয় পাওয়া যাবো। ’