ডেঙ্গু নিয়ে রাজনৈতিক বক্তব্য বন্ধ করুন -খেলাফত মজলিস

একুশে জার্নাল

একুশে জার্নাল

আগস্ট ০৬ ২০১৯, ১৭:৫৪

বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা খুরশিদ আলম কাসেমী বলেন দেশজুড়ে এখন ডেঙ্গু এক ভয়াবহ আতঙ্ক সৃষ্টি করেছে। ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে অনেকের মৃত্যু হয়েছে। দেশের প্রতিটি হাসপাতালে ডেঙ্গু রোগীদের ভীড়। সরকারী দল ও বিরোধী দলের নেতা-কর্মীরা এর বিরুদ্ধে মিছিল মিটিং আর পাল্টা পাল্টি বক্তব্য দিয়ে যাচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক। আসমানী গজব থেকে পরিত্রাণের জন্য প্রতিরোধ বা মোকাবেলার ঘোষণা বেমানান। মশার মোকাবেলা করতে গিয়ে নমরুদের পরাজয় হয়েছে। সংগঠনের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন আমাদের প্রথম কাজ হচ্ছে আল্লাহর নিকট তওবা এস্তেগফার করা এবং রোগ মুক্তি কামনা করা। দ্বিতীয় কাজ হচ্ছে নিজেদের আঙ্গিনা ও পরিবেশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখা। তিনি সংগঠনের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আগামী শুক্রবার ডেঙ্গু রোগে আক্রান্তদের জন্য জুমার নামাজের পর দু‘আ কামনা করেন এবং তাদের খোঁজ খবর নেয়ার আহ্বান জানান।

নেতৃবৃন্দ আজ বাদ যোহর বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে অনুষ্ঠিত ডেঙ্গু মহামারী থেকে দেশ ও জাতির মুক্তির জন্য দু‘আ মাহফিলে এসব কথা বলেন। মোহাম্মদপুর জামিয়া রহমানিয়া আরাবিয়া মিলনায়তনে অনুষ্ঠিত দু‘আ মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা ফয়সাল আহমদ, ঢাকা মহানগর সভাপতি মাওলানা রুহুল আমীন খান, ছাত্র মজলিসের সেক্রেটারী জেনারেল মুহাম্মদ উবায়দুর রহমান, মাওলানা এহসানুল হক, মাওলানা নাঈমুল হক, মুফতী সাঈদ আহমদ প্রমুখ।