ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকতা হুমকির মুখে পড়বে না

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ১৮ ২০১৮, ১০:১৬

‘গুজব ছড়ানো হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করছে আওয়ামী লীগ। এতে সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। মঙ্গলবার সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেয়া ইশতেহারে এ প্রসঙ্গে তিনি বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের কারণে সাংবাদিকতা হুমকির মুখে পড়বে না।

তিনি বলেন, দেশের স্বার্থে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হতে হবে। এসময় তিনি অনুসন্ধানী সাংবাদিকতার ওপরও জোর দেন। তবে গুজব ছড়ানো হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও ঐ ঘোষণায় তিনি বলেন।

প্রসঙ্গত, ‘সমৃদ্ধির অগ্রযাত্রায় বাংলাদেশশীর্ষক ইশতেহারে ২১টি অঙ্গীকার করেছে আওয়ামী লীগ। এসময় আওয়ামী লীগ বিভিন্ন মেয়াদে সরকারে থাকার সময়কার অর্জনগুলো তুলে ধরা হয়। একইসাথে বিএনপি ও জামায়াত জোট সরকারের সময়কার নানা নেতিবাচক দিকও তুলে ধরা হয়।