ডাকসুর শুরুতেই বিপত্তি,ব্যালটবাক্স দেখানোর দাবিতে বিক্ষোভ

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১১ ২০১৯, ০৩:৪৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে সকাল আটটা থেকে ভোট শুরু হলেও রোকেয়া হল এবং কুয়েত মৈত্রী হলে ভোটগ্রহণ এখনো শুরু হয়নি। ব্যালটবাক্স খালি কিনা সেটা দেখানোর আগ পর্যন্ত ভোট দিতে দিচ্ছেন না ছাত্রীরা।

সেখানে স্বতন্ত্র প্রার্থীরা বিক্ষোভ করছেন। এরিমধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর অধ্যাপক গোলাম রব্বানী ঘটনাস্থলে পৌঁছেছেন।
এর আগে, প্রায় তিন দশকের অপেক্ষার পর শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভোটগ্রহণ। সোমবার (১১ মার্চ) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে একযোগে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে দুপুর ২টা পর্যন্ত।
ভোর থেকেই ভোট দেয়ার জন্য কেন্দ্রগুলোতে লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ছাত্রদের। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদের নির্বাচন একই সঙ্গে অনুষ্ঠিত হচ্ছে।