ডয়চে ভেলেকে সাক্ষাৎকার দেওয়া নাফিজ আলম গ্রেপ্তার

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

এপ্রিল ১০ ২০২৩, ১৭:২৬

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে রোববার সন্ধ্যায় নাফিজ মোহাম্মদ আলম নামের যুবককে গ্রেপ্তার করেছে ভাটারা থানা পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মো. আবদুল আহাদ এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানিয়েছে, ডয়চে ভেলের সাম্প্রতিক এক প্রতিবেদনে সাক্ষাৎকার দেয়া নাফিজ মোহাম্মদ আলমের বাসা থেকে অবৈধ বিদেশি মদ, বিয়ার, মাদক গ্রহণের সরঞ্জাম এবং পুলিশের স্টিকারযুক্ত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তার নামে রোববার গভীর রাতে ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ডিএমপির উপকমিশনার আবদুল আহাদ বলেন, ‘তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। তাকে অ্যারেস্ট করার সময় বাসায় অবৈধভাবে রাখা অনেকগুলো বিদেশি মদ পাওয়া গেছে। এ ছাড়া তার হেফাজত থেকে পুলিশ স্টিকারযুক্ত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।’

এর আগে ২০২১ সালের নভেম্বরে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার হয়েছিলেন নাফিজ। তখন তার এক বান্ধবীকেও আটক করে বাহিনীটি।

সে সময় নাফিজের বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধারের কথা জানায় র‌্যাব। এ ছাড়া নাফিজের কাছ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যবহৃত ওয়াকিটকি, পুলিশের ক্যাপ, ব্যাজসহ দুটি খেলনা পিস্তল উদ্ধারের কথাও জানায় বাহিনীটি।