টাঙ্গাইলের জাহালমকে বিনা বিচারে তিনবছর কারাগারে রাখার ঘটনায় খেলাফত মজলিসের উদ্বেগ প্রকাশ

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ফেব্রুয়ারি ০৫ ২০১৯, ০৮:১৪

টাঙ্গাইলের জাহালমকে বিনা বিচারে তিন বছর কারাগারে রাখার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস। দলটির আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক যৌথ বিবৃতিতে বলেন, ‘দুদক কোনোভাবেই এ অন্যায় কর্মকাণ্ডের দায় এড়াতে পারে না।’

সোমবার (৪ ফেব্রুয়ারি) বিবৃতিতে পাটকল শ্রমিক জাহালমকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে দলটি। বিবৃতিতে বলা হয়, বিনা দোষে কারাভোগকারী জাহালমের জীবনের তিনটি বছর কে ফেরৎ দেবে। সম্পূর্ণ অন্যায়ভাবে একজনের পরিবর্তে অন্যজনের ওপর জুলুম নির্যাতনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এর সঙ্গে জড়িত দুদকের সকল কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। জাহালমকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দিতে হবে। জাহালমের মুক্তির নির্দেশদানকারী হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের বিচারক ন্যায়বিচারের দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, জাহালমের মতো বহু নিরপরাধ মানুষ আজ জুলুম নির্যাতনে শিকার। বিশেষ করে রাজনৈতিক গায়েবি মামলায় লাখ লাখ মানুষ জেল-জুলুমের শিকার হচ্ছেন। জেলখানায় অধিকাংশ মানুষ আজ বিনা বিচারে বন্দি। ধারণক্ষমতার কয়েকগুণ বেশি বন্দিকে অমানবিকভাবে কারাগারে রাখা হয়েছে। দেশের মানুষের ওপর এহেন জুলুম নির্যাতন মানবাধিকারের পরিপন্থী। রাজনৈতিক গায়েবি মামলায় বন্দি সকল নাগরিককে মুক্তি দিতে হবে। ভবিষ্যতে যাতে নিরপরাধ মানুষ এ রকম দুর্ভোগের শিকার না হয় সেজন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে।