জার্মানিতে বাংলাদেশি ব্লগারের মৃত্যু

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ২০ ২০১৮, ০৮:২৫

জার্মানিতে আশ্রয় নেওয়া বাংলাদেশি লেখক ও ব্লগার তমালিকা সিংহ মারা গেছেন৷ অর্পিতা রায়চৌধুরী নামে তিনি লেখালেখি করতেন৷

বার্লিনে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের বরাত দিয়ে ডয়চে ভেলে জানায়, মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাতে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ৷ নিজের বাসস্থানের স্নানঘর থেকে তাঁর নিথর দেহ উদ্ধার করা হয়৷ সেখানে উপস্থিত একজন চিকিৎসক তমালিকাকে মৃত ঘোষণা করেন৷

মৃতের পরিবার চাইলে মরদেহ দেশে নেয়ার ব্যাপারে সহায়তার আশ্বাসও দিয়েছে দূতাবাস৷

লেখকদের আন্তর্জাতিক সংগঠন ‘পেন জার্মানি’ও এই ব্লগারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে৷ তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে সে সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি সংগঠনটির মুখপাত্র ফিলিক্স হিলে৷

ডয়চে ভেলেকে তিনি বলেন, ‘‘আমরা আমাদের ‘নির্বাসিত লেখক’ ফেলো অর্পিতা রায়চৌধুরীর (ছদ্মনাম) মৃত্যুতে অত্যন্ত শোকাহত৷ যেহেতু পুলিশের তদন্ত এখনো অব্যাহত রয়েছে, তাই এই বিষয়ে আমরা আর কোনো মন্তব্য করতে পারছি না৷”

প্রসঙ্গত, বাংলাদেশি আরেক নির্বাসিত ব্লগার জোবায়ের সন্ধি এবং তমালিকা সিংহ কাছাকাছি ভবনে থাকতেন৷ ডয়চে ভেলেকে তিনি জানান, সিংহর সঙ্গে তাঁর ভালো বন্ধুত্বের সম্পর্ক ছিল৷ সর্বশেষ ১২ ডিসেম্বর তাঁদের কথা হয়েছিল বলেও দাবি করেন তিনি৷

উল্লেখ্য, পেন জার্মানি এখন অবধি বেশ কয়েকজন বাংলাদেশি ব্লগার এবং লেখককে জার্মানিতে নির্বাসিত জীবনযাপনে সহায়তা করেছে৷ তাঁদের মধ্যে অন্যতম হচ্ছেন লেখক হুমায়ুন আজাদ৷ তাঁকে ২০০৪ সালের ১২ আগস্ট মিউনিখে নিজের আবাসস্থল থেকে মৃত অবস্থায় উদ্ধার করেছিল পুলিশ৷